Potato price hike আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে টাস্ক ফোর্স, চলল অভিযান

Published By: Imagine Desk | Published On:

Potato price hike উৎসবের মরশুম শেষ। শীতের শুরুতেও অগ্নিমূল্য বাজার। কোথাও ৩৩ টাকা কেজি, কোথাও ৩৫ টাকা কেজি আলু! পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দামও। কেন বাজারে অসামঞ্জস্যপূর্ণ দাম? সরেজমিনে খতিয়ে দেখতে সকাল সকাল টাস্ক ফোর্স হানা দিল বহরমপুরের একাধিক সব্জি বাজারে। বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়ের নেতৃত্বে শনিবার সকালে প্রথমে স্বর্ণময়ী বাজার ও পরে গোরাবাজারে হানা দেয় টাস্ক ফোর্সের সদস্যরা। আলু, পেঁয়াজের দাম কত? বিক্রেতাদের কাছে জানা হয় খুঁটিনাটি তথ্য। দেখা হয় রশিদ। ওজন মাপার মেশিন ঠিকঠাক কাজ করছে কিনা, সেটাও খতিয়ে দেখা হয়। আলু, পেঁয়াজের দাম নিয়ন্ত্রনে আনতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

Potato price hike প্রশাসনিক কর্তাদের সরাসরি নিজেদের সুবিধা-অসুবিধার কথাও বলেন ব্যবসায়ীরা। সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, ব্যবসায়ীদের সতর্ক করা হল। এর আগেও পরিদর্শন হয়েছে, আগামী দিনেও চলবে। তারপরেও যদি একই ধারা বজায় থাকে সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে। শুধু খুচরো বাজারই নয় দাম নিয়ন্ত্রনে আনতে আগামী দিনে পাইকারি বাজারও ঘুরে দেখা হবে।
যদিও সব্জি ব্যবসায়ীরা বলছেন, আলুর দাম কেন বেশী? কীভাবে দাম কমবে- তাদের হাত পা বাঁধা। সরকারি নির্দেশ মেনেই চলতে হবে। যদিও সব্জির আকাশছোঁয়া দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতারা। চাইছেন, দ্রুত দাম নিয়ন্ত্রণে আনা হোক। মূল্যবৃদ্ধি থেকে রেহাই মিলুক।