Political Clash: ‘মহরম’ নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী তোপ অধীরের

Published By: Madhyabanga News | Published On:

Political Clash মহরমের আগে প্রশাসনকে শকর্ত করে শোভাযাত্রায় ব্যারিকেড দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর। যদিও এনিয়ে সুর চড়িয়েছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)। ধর্ম নিয়ে রাজনীতির জিইয়ে রাখতে চাইছেন দাবি অধীর চৌধুরীর। এনিয়ে শুরু হয়েছে তরজাও। সোমবার নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “এরপর মহরম আছে আমাদের ভালো করে দেখে নিতে হবে। মহরমে যেনো কোনরকমের দুর্ঘটনা না ঘটে। আমি ইতিমধ্যেই পুলিশকে অনেকবার বলেছি। দরকার পরলে বাঁশের ব্যারিকেড করে দেবেন। যাতে কারোর কোন সমস্যা না হয়”।

যদিও সমস্ত বিষয় নিয়ে পাল্টা আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি মঙ্গলবার দিল্লি থেকে জানান, “আমরা ঈদ, বকরি ঈদ, সবেবরাত সবই পালন হতে দেখেছি। কিন্তু হঠাত করে বিশেষভাবে মুখ্যমন্ত্রীর এইসব বলার কোন দরকার নেই। কেন মুখ্যমন্ত্রী এই সব ব্যপারে ঝাঁপিয়ে পরে একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি। এটা করার মধ্যদিয়ে বাংলার সাম্প্রদায়িক রাজনীতিটাকে তিনি জিয়ে রাখতে চাইছেন”।