Police Officer’s rampage বীরভূমের ওসির ‘তাণ্ডব’! লালগোলা হাসপাতালে তুলাকালাম কাণ্ড

Published By: Imagine Desk | Published On:

Police Officer’s rampage মুর্শিদাবাদের লালগোলার কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে তুলকালাম কাণ্ড মঙ্গলবার রাতে। কর্তব্যরত অবস্থায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের গাজিগালাজ ও মারধরের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার! অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে লালগোলার বাসিন্দা, বীরভূমের ডিস্ট্রিক্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি আশরাফুল সেখকে। আশরাফুলের সঙ্গে ডাক্তার ও পুলিশ পেটানোর অভিযোগ তাঁর স্ত্রী ও পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা বিবি ও তাঁদের পরিবারের ৪ জনকে।

Police Officer’s rampage কেন এমন ঘটনা ঘটল?

Police Officer’s rampage জানা গিয়েছে, বীরভূমের পুলিশ আধিকারিক আশরাফুল সেখ মঙ্গলবার রাতে তাঁর মাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মেজাজ হারান আশরাফুল সেখ। সেখানেই কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের গাজিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে। লালগোলা থানার পুলিশ গেলে পুলিশের উপরও আক্রমণের অভিযোগ।

Police Officer’s rampage কী জানালেন কর্তব্যরত চিকিৎসক?

Police Officer’s rampage কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, ‘ মঙ্গলবার রাতে অসুস্থ এক রোগীকে নিয়ে আত্মীয়রা আসেন। ডিউটিরত অবস্থায় থাকাকালীন দ্রুত রোগী দেখে চিকিৎসা শুরু করা হয়। যদিও রোগীর আত্মীয়রা তাঁকে এবং অন্যান্য কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের গালাগালি করতে শুরু করে। তেড়ে মারতে আসে, মারধর করে। বীরভূমের কোন এক থানার ওসির পরিচয় দিয়ে ঝামেলার সৃষ্টি করেন। হাতাপাতালে কর্তব্যরত সিভিক পুলিশ লালগোলা থানায় খবর দেয়। লালগোলা থানার ওসি ঘটনাস্থলে আসেন। তারপরেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়।  হেনস্থার এই ঘটনার বিচার চাই’।

Police Officer’s rampage চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের উপর হামলার পাশাপাশি কর্তব্যরত পুলিশ কর্মী আধিকারিকদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মারধরের ঘটনায় আহত হয়েছেন লালগোলা থানার ওসি, দুজন এস আই এবং তিনজন সিভিক ভলান্টিয়ার।

Police Officer’s rampage ঘটনার পরেই গ্রেফতার –

Police Officer’s rampage এই ঘটনায় বীরভূমের পুলিশ আধিকারিক আশরাফুল সেখ সহ ৬ জনকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ। বুধবার ধৃতদের লালবাগ কোর্টে পাঠানো হয়।  এই ঘটনায় চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাও অভিযোগ করেন। একই সাথে পুলিশের পক্ষ থেকেও অভিযোগ করা হয়।

Police Officer’s rampage একাধিক ধারায় মামলা রুজু-

Police Officer’s rampage এই ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে লালগোলা থানায়। একটিতে 189(2)/221/121(1)/121(2)/132/3(5) BNS & R/W ¾ PDPP Act & 9 WB Maintains of Public order Act 1972 (Amendment of 2017) ধারায় মামলা রুজু হয়েছে।  অপরটিতে- 189(2)/221/121(1)/121(2)/132/110/3(5) BNS & R/W 9 WB Maintains of Public order Act 1972 (Amendment of 2017) ধারায় মামলা হয়েছে।

Police Officer’s rampage এই ঘটনার প্রেক্ষিতে এসডিপিও জানান-

Police Officer’s rampage ভগবানগোলার এসডিপিও উত্তম গরাই বলেন, ‘ অভিযুক্ত আশরাফুল সেখ তাঁর মাকে নিয়ে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। আসার পর থেকেই কর্তব্যরত ডাক্তার, নার্সদের সাথে বাজে ব্যবহার , তাদের গায়ে হাত তোলা, পুলিশ কর্মীরা যখন ওখানে যায় তাদেরও হেনস্থা করা, যাচ্ছেতাই ভাবে উপদ্রব করতে থাকে। তারপরে লালগোলা থানার ওসি অতনু দাস নিজে গিয়ে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। ডাক্তার বাবু, নার্স আলাদা ভাবে অভিযোগ করেন, পুলিশের থেকে আলাদা ভাবে অভিযোগ হয়। অফিসার থেকে সিভিক ৬ জন আহত হয়েছেন। তার ভিত্তিতে নির্দিষ্ট ভাবে মামলা শুরু হয়েছে। কোর্টে পাঠানো হয়। মূল অভিযুক্ত এবং আরও একজনকে পুলিশ হেফাজতে আনা হচ্ছে’।