Police Exam ভুয়ো পরীক্ষার্থী ‘চক্রের’ পর্দাফাঁস। নদীয়া, মুর্শিদাবাদের ৩ জন গ্রেফতার ডোমকলে। মূল চক্রী পুলিশের জালে ! পরীক্ষার হলে বসে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া। শুধু তাই নয় মোবাইলে ছবি তুলে প্রশ্ন সে পাঠিয়ে দিচ্ছিল বাইরে। আসল পরীক্ষার্থী এআই ব্যবহার করে, চ্যাটজিপিটি ChatGPT দেখে পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে উত্তর তাকে পাঠিয়ে দিচ্ছিল। তাকে সাহায্য করছিল আরও এক বন্ধু। ডোমকলে এই ঘটনায় হাতেনাতে ধরা পড়ল তিনজন।
Police Exam কী চলছিল পরীক্ষার হলে ?
Police Exam পুলিসের কনস্টেবল নিয়োগের পরীক্ষার ওই ঘটনায় ডোমকল থানার পুলিশ অরুণ সিকদার, বিধান শিকদার ও সন্দীপ মণ্ডলকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আদালতে তোলা হলে ৪ দিনের পুলিস হেফাজত হয়েছে। রবিবার সমগ্র রাজ্যের পাশাপাশি ডোমকল ভবতরণ হাইস্কুলে চলছিল পরীক্ষা। পরীক্ষা চলাকালীন জাল পরিচয়ে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে মূল অভিযুক্ত অরুণ সিকদার (৩৪)। সে এই চক্রের মাথা এবং ভুয়ো পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় বসেছিল। তার বাড়ি নদিয়ার বেতাই, সাউথ জিতপুর এলাকায়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পুলিশের পরীক্ষাতেও চুরি ! হাতেনাতে পাকড়াও
এ ঘটনায় গ্রেফতার হয়েছে আরও দুই অভিযুক্ত—বিধান সিকদার (৩২), সে প্রকৃত পরীক্ষার্থী হলেও নিজের জায়গায় ভাইকে পাঠিয়ে অপরাধে সহায়তা করেছে এবং সন্দীপ মণ্ডল (২৮)—মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর গ্রামের বাসিন্দা, সে এই জালিয়াতি চক্রে সক্রিয় ভূমিকা নিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। পরিচয় যাচাই এবং বায়োমেট্রিকের গরমিল ধরেই এই জালিয়াতিকে পাকড়াও করা সম্ভব হয়।
Police Exam ধৃত ৩ জনের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ষড়যন্ত্র ও পরীক্ষাব্যবস্থায় কারচুপির মতো গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে—এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, কীভাবে চলত এই ফেক এগজাম র্যাকেট, আর্থিক লেনদেন এবং নেটওয়ার্ক—সবটাই তদন্ত করা হচ্ছে। তবে পুলিসের দাবি, এই ঘটনায় এখনও পর্যন্ত এই তিন জনের বাইরে আর কারও জড়িত থাকার সন্ধান পাওয়া যায়নি। তদন্ত চলছে।










