Police Battalion ব্যারাকপুর থেকে মুর্শিদাবাদের সুতিতে সরানো হল পুলিশ ব্যাটালিয়ন। রাজ্য সশস্ত্র পুলিশের ৮ নম্বর ব্যাটেলিয়নকে স্থানান্তর। ব্যারাকপুর থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানায় স্থানান্তর। ১৬ ই জুন পুলিশ ব্যাটালিয়ন স্থানান্তরের বিজ্ঞপ্তি জারি করা হয়।
সম্প্রতি বেশ কিছু অশান্তির ঘটনায় সংবাদ শিরনামে আসে মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ সহ বেশ কিছু এলাকা। গত এপ্রিল মাসে জঙ্গিপুরে সংঘর্ষের জেরে উত্তাপ ছড়ায় সুতি, সামশেরগঞ্জ থানা এলাকায়। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে পরিস্থিতি। এর মাঝেই মুর্শিদাবাদে বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে রাজ্য পুলিশ ডিরেক্টরেট, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। সোমবার, ১৬ জুন রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র ৮ নম্বর ব্যাটেলিয়ন ব্যারাকপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুতি থানা এলাকায়।
Police Battalion বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর হেড কোয়ার্টার থেকে ৮ নম্বর ব্যাটালিয়নের সমস্ত বাহিনী, অস্ত্র, গাড়ি স্থানান্তরিত করা হয়েছে। আপাতত জঙ্গিপুর পুলিশ জেলার আহিরণ মডেল স্কুল এই ব্যাটালিয়নের নতুন ঠিকানা। পরবর্তীতে সুতিতে ব্যাটেলিয়নের জন্য প্রয়োজনীয় ব্যারাক, অফিস, অস্ত্রাগার তৈরি হবে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এপ্রিল মাসের ১১ ও ১২ তারিখ অশান্তি ছড়ায় সামশেরগঞ্জ ও সুতি থানা এলাকার একাধিক এলাকায়। সেই সময় সশস্ত্র বাহিনী মোতায়েন হয়। আপাতত ৯ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্টের দায়িত্ব সামলাবেন ৮ নম্বর সশস্ত্র বাহিনী বলেই সুত্রের খবর।