Raninagar Head Master Death Incident রানীনগরে প্রধান শিক্ষকের মৃত্যুতে স্ত্রীকে সবরকম তদন্তের আশ্বাস ডোমকলের এসডিপিওর  

Published By: Imagine Desk | Published On:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যবঙ্গ নিউজের খবরের জের। রানীনগরে Raninagar বাবুলতলি খলিলুর রহমান বিদ্যা নিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যুতে সরগরম মুর্শিদাবাদ জেলা। মঙ্গলবার সকালে রানীনগরের মালিপারা গ্রামে উজ্বল সিংহরায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উজ্বলবাবুর স্ত্রী পলি সিংহরায় অভিযোগ করেন, স্কুল পরিচালন সমিতি ওই প্রধান শিক্ষকের কাছ থেকে ৩৫ লক্ষ টাকা চেয়ে চাপ দিয়েছিল। না দিলে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মানসিক চাপ সামলাতে না পেরে আত্মঘাতী হন তিনি। পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আইনাল হকের বিরুদ্ধে অভিযোগ তোলেন প্রধান শিক্ষকের স্ত্রী। অভিযোগ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধেও। সেই ঘটনায় সংবাদমাধ্যমে প্রধান শিক্ষকের স্ত্রীর বক্তব্য ঝড় তোলে। যদিও আইনাল হক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে জানান। বুধবার পুলিসে অভিযোগ করেন পলি সিংহরায়।  এদিন বিকেলে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ SDPO Shubham Bajaj খোদ থানায় গিয়ে কথা বলেন ওই প্রধান শিক্ষকের স্ত্রীর সঙ্গে। তদন্তের স্বার্থে প্রায় ঘণ্টাখানেক তাঁর সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। তাঁকে তদন্তের সবরকম আশ্বাস দেওয়া হয়।

Raninagar Head Master Death Incident পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রধান শিক্ষকের মোবাইল ফোন জমা নিয়েছে পুলিশ। তদন্তে তা গুরুত্বপূর্ণ হতে পারে। এদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া নেওয়ার জন্যে স্থানীয় বিধায়ক আব্দুর রাজ্জাককে ফোন করা হয়েছিল। তিনি জানান ট্রেনে রয়েছেন। নেটওয়ারকের সমস্যায় এদিন এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।