মামিনুল ইসলাম, হরিহরপাড়াঃ ৫ নভেম্বর ভোর হওয়ার আগেই গুলি চলেছিল মুর্শিদাবাদের নওদায়। ছাপাতলার বাসিন্দা জেলে রহমানকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল গুলি। সেই ঘটনায় রাহান মন্ডল নামের এক যুবককে গ্রেফতার করেছিল নওদা থানার পুলিশ। পুলিশের জেরার মুখে বাড়িতে থাকা অস্ত্রের কথা স্বীকারও করেছিল ওই অভিযুক্ত। শনিবার নওদার ছাপাতলাতেই রাহান মন্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে দেশী বন্দুক, গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
৭ তারিখে রাহান মন্ডলকে গ্রেফতার করে জেলা আদালতে পাঠানো হয়েছিল। পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত । চলছিল টানা জেরা। অভিযুক্তের বাড়ি থেকে দেশী বন্দুক উদ্ধার হওয়ায় স্থানীয়দের ধারণা, পরিকল্পনা করেই হামলা করা হয়েছিল । স্থানীয়দের দাবী, পুরনো জমি বিবাদের জেরেই সেদিন চলেছিল গুলি। তবে গ্রামে গুলি বন্দুক এল কীভাবে ? সেটাই ভাবাচ্ছে পুলিশকে।