এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Poila Baisakh আজ পয়লা বৈশাখ, নাচে গানে নববর্ষ বরণ বহরমপুরে

Published on: April 15, 2025
Poila Baisakh

Poila Baisakh আজ পয়লা বৈশাখ। ১৪৩১-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩২। নতুন পোশাক, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতার সাথেই নাচে, গানে নববর্ষ বরণ Bengali New Year শহর বহরমপুরে। পয়লা বৈশাখে বহরমপুর রবীন্দ্রসদন ভরে উঠল শিল্পীদের সুরে, গানে। বৈশাখের প্রথম দিনটিকে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সরকারি ছুটি হলেও রাজ্য জুড়ে সরকারি স্তরে পালিত হল ‘বাংলা দিবস’ অনুষ্ঠান। একেবারেই বাঙালি গরিমায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাক্ষী থাকল শহর বহরমপুর।

Poila Baisakh  মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক প্রবাল বসাক জানান, সারা রাজ্য জুড়েই সরকারি ভাবে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। ‘বাংলা দিবস’ উপলক্ষে শুভ নববর্ষ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বহরমপুরে। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে তুলে ধরেছেন শিল্পীরা। অনুষ্ঠানে জেলার সাংস্কৃতিক কর্মী, শিল্পীরা অংশগ্রহন করেছেন।

Poila Baisakh অনুষ্ঠান ঘিরে দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান আর জমজমাট আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে আট থেকে আশি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now