Kolkata Sairang Express: চলতে শুরু করল মিজোরাম থেকে কলকাতা ট্রেন, কাল দুপুর ১ টায় থামবে বহরমপুরে

Published By: Imagine Desk | Published On:

ট্রেনটি কলকাতা থেকে শনি, মঙ্গল, বুধ ও সাইরাং থেকে ছাড়বে প্রতি সোম, বৃহস্পতি ও শুক্রবার

নিজস্ব প্রতিনিধিঃ অপেক্ষার অবসান। পুজোর আগে সুখবর। এবার বহরমপুর থেকে সোজা কামাখ্যা হয়ে মিজোরাম। উত্তরবঙ্গ হয়ে অসম, মিজোরাম। পাশাপাশি দুপুরে বহরমপুর থেকে কলকাতা যাওয়ার নতুন এক্সপ্রেস পেলেন মুর্শিদাবাদবাসী। উদ্বোধন হয়ে গেল ১৩১২৬ বৈরবি-কোলকাতা এক্সপ্রেস। ১৩১২৫ কলকাতা-সাইরাং এক্সপ্রেস Kolkata Sairang Express।  উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

Kolkata Sairang Express

আগামীকাল, রবিবার দুপুর ১ টায় বহরমপুর স্টেশনে ঢুকবে কলকাতাগামী ট্রেনটি। সাইরংগামী ট্রেনটি প্রতি শনি, মঙ্গল ও বুধবার বহরমপুর স্টেশনে পৌঁছবে বেলা ৩ টে ২৮ মিনিটে। ছাড়বে বেলা ৩ টে ৩০ মিনিটে। পাশাপাশি প্রতি মঙ্গল, শুক্র ও শনিবার কলকাতাগামী ট্রেনটি বহরমপুরে ঢুকবে বেলা ১০ টা ৫৩ মিনিটে। বহরমপুর থেকে ছাড়বে বেলা ১০ টা ৫৫ মিনিটে।

 

Kolkata Sairang Express

Kolkata Sairang Express মুর্শিদাবাদে Murshidabad ট্রেনটি থামবে বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ জংশন, জঙ্গীপুর রোডে। ট্রেনটি আজ শনিবার মিজোরামের বইরবি স্টেশন থেকে সকাল ১০ টায় ছেড়েছে। ট্রেনটি গুয়াহাটিতে পৌঁছবে রাত ৯ টা ২৫ মিনিটে। কামাখ্যায় ঢুকবে রাত ৯ টা ৫৫ মিনিটে। ট্রেনটি নিউ জলপাইগুড়ি ঢুকবে আগামীকাল, রবিবার সকাল ৫ টা ৫৫ মিনিটে। ট্রেনটি মালদা টাউন ঢুকবে সকাল ১০ টা ১৫ মিনিটে। নিউ ফরাক্কা জংশনে পৌঁছবে সকাল ১০ টা ৫৭ মিনিটে। জঙ্গীপুর রোডে ঢুকবে বেলা ১১ টা ৩৫ মিনিটে। আজিমগঞ্জ জংশনে ঢুকবে বেলা ১২ টা ২৮ মিনিটে। মুর্শিদাবাদ স্টেশনে ঢুকবে বেলা ১২ টা ৪৩ মিনিটে। বহরমপুর কোর্ট স্টেশনে ঢুকবে বেলা ১ টা ৩ মিনিটে। কৃষ্ণনগর সিটি জংশনে ঢুকবে বেলা ২টা ১৮ মিনিটে। নৈহাটি জংশনে ঢুকবে বেলা ৩ টে বেজে ৩৫ মিনিটে। কলকাতায় ঢুকবে বিকেল ৫ টায়। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ট্রেনটি কলকাতা থেকে প্রতি শনি, মঙ্গল ও বুধবার ছাড়বে। মিজোরামের সাইরাং থেকে আগামী ১৮ তারিখ থেকে প্রতি সোম, বৃহস্পতি ও শুক্রবার ছাড়বে।