PM Kisan 21st Installment Update দেশের প্রায় ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২১তম কিস্তি । ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়ম্বাটুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১৮ হাজার কোটি টাকা ডিবিটি (DBT) মারফত সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করেন।
PM Kisan 21st Installment Update ২০০০ টাকা আপনার ব্যাঙ্কে পড়ল কি ? এভাবে দেখে নিন
PM Kisan-এর কিস্তির স্টেটাস জানতে নিচের ধাপগুলি অনুসরণ করুন—
- অফিশিয়াল ওয়েবসাইটে যান: pmkisan.gov.in
- ‘Farmers Corner’ সেকশনে গিয়ে ‘Beneficiary Status’ অপশন সিলেক্ট করুন।
- আধার নম্বর / মোবাইল নম্বর / রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্টেটাস চেক করুন।
- স্ক্রিনেই দেখতে পাবেন—টাকা এসেছে, নাকি কোন কারণে আটকে আছে।
- রেজিস্ট্রেশন নম্বর ভুলে গেলে ‘Know Your Registration Number’ অপশন থেকে আধার বা মোবাইল OTP দিয়ে তা উদ্ধার করা যায়।
আরও পড়ুন–Murshidabad Potato ফড়েরা খাচ্ছে দই, খরচ বাড়ছে কৃষিকাজে, দুশ্চিন্তা নিয়েই শুরু আলু চাষের
PM Kisan 21st Installment Update ২১ তম কিস্তি না এলে কী করবেন?
PM Kisan 21st Installment Update e-kyc সম্পূর্ণ করুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক আছে কিনা দেখে নিন। জমির ভেরিফিকেশন দ্রুত সম্পূর্ণ করুন।
PM Kisan ওয়েবসাইটে নিজের নাম, ঠিকানা, ব্যাঙ্ক তথ্য মিলিয়ে নিন। ভুল পেলে সঙ্গে সঙ্গে আপডেট করুন।
PM Kisan 21st Installment Update কেন আপনার অ্যাকাউন্টে কিস্তি পৌঁছায়নি এখনও? সম্ভাব্য কারণ
PM Kisan 21st Installment Update অধিকাংশ ক্ষেত্রে এই ভুলগুলির কারণে PM Kisan-এর টাকা আটকে যায়-
eKYC সম্পূর্ণ না হওয়া
জমির ল্যান্ড সিডিং বা ভেরিফিকেশন পেন্ডিং থাকা
ফর্মে ভুল আধার নম্বর, মোবাইল নম্বর বা ব্যাঙ্ক ডিটেলস দেওয়া
ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার-লিঙ্ক না থাকা
PM Kisan Beneficiary List-এ আপনার নাম না থাকা
এই ভুলগুলি ঠিক করলেই ২১তম কিস্তির টাকা দ্রুত পাওয়া সম্ভব।

PM Kisan 21st Installment Update প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প আসলে কী ?
PM Kisan 21st Installment Update প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা প্রতি চার মাসে ২,০০০ টাকা পান, যা বার্ষিক ৬,০০০ টাকা। প্রতি বছর এই অর্থ তিনটি কিস্তিতে দেওয়া হয়। এপ্রিল-জুলাই, আগস্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ এই টাকা দেওয়া হয়। এই ক্ষেত্রে তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ২০১৯ সালের অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পটি ঘোষণা করেছিল মোদি সরকার। এটি এখন বিশ্বের বৃহত্তম ডিরেক্ট ট্রান্সফার বেনিফিট প্রকল্পে পরিণত হয়েছে।
Read More – PM Kisan samman nidhi beneficiary list Download
PM Kisan 21st Installment Update কারা পিএম কিষাণ প্রকল্পের জন্য যোগ্য ?
PM Kisan 21st Installment Update পিএম-কিষাণের ১৯তম কিস্তির জন্য যোগ্য হতে হলে, একজন ব্যক্তিকে নিম্নলিখিত শর্তাবলী পূরণ করতে হবে:
- ভারতীয় নাগরিক
- চাষযোগ্য জমির মালিক
- একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে
- প্রতি মাসে কমপক্ষে ১০,০০০ টাকা পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে না
- আয়করের জন্য আবেদন করেননি
- প্রাতিষ্ঠানিক জমির মালিক হতে হবে না।















