Plastic Bag Free Day 2025 ৩ জুলাই বিশ্বজুড়ে পালিত প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে International Plastic Bag Free Day। হাজারো অনুষ্ঠান থেকে নেওয়া হয় লক্ষ লক্ষ শপথ। এই বিশেষ দিনটিতে মনে করানোর চেষ্টা হয়, সচেতনতার বার্তা দেওয়া হয় প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার না করার। এক গবেষণায় জানা গেছে, পরিবেশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ সিঙ্গল ইউজ়ড প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহার। তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার হয় প্লাস্টিক ক্যারি ব্যাগ।
Plastic Bag Free Day 2025 এই প্লাস্টিক ক্যারি ব্যাগ নিয়েই কড়া বার্তা প্রশাসনের। ১২০ মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার করলে হতে পারে জেল এবং জরিমানা! বাজারে, দোকানে ঘুরে কড়া হুঁশিয়ারি প্রশাসনের। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে বিশেষ অভিযান হয় মুর্শিদাবাদের খড়গ্রামে। সরেজমিনে প্রায় ১৫ টি দোকানে অভিযান চালান অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিকের নেতৃত্বে বিশেষ টিম। ছিলেন জেলা নোডাল অফিসার, বিডিও। দোকান ঘুরে ১২০ মাইক্রনের নীচে মজুত রাখা প্লাস্টিক ব্যাগ, গ্লাস বাজেয়াপ্ত করা হয়। ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
Plastic Bag Free Day 2025 অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক জানান, এই ধরনের অভিযান হঠাৎ করা হবে। সেদিন যদি দেখা যায় দোকানে আবার প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে সেদিন প্রশাসন বাধ্য হবে আইনি ব্যবস্থা নিতে। মানুষকে প্রতিদিন বোঝানো হবে অথচ কথা শোনা হবে না, সেটা হতে পারে না। খড়গ্রামের বিডিও মিলনী দাস জানান, প্লাস্টিকের ব্যাগের পরিবর্তে কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। কিছু ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। আশা করা যায়, এরপরে মানুষ সচেতন হবেন।
Plastic Bag Free Day 2025 প্লাস্টিক পচনশীল নয়। তাই মাটিতেই থেকে যায়। এমনকি, প্লাস্টিকের ব্যাগ, পাত্র-সহ নানা উপকরণ হাজার বছর ধরেও মাটিতে জমে থাকতে পারে। যা মাটি ও জলদূষণের অন্যতম কারণ। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, শুধু মাটি ও জলের দূষণই নয়, গাছের পক্ষেও ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য। পথে নেমে প্লাস্টিক ব্যাগ বর্জন করার বার্তা দেওয়া হয় আম জনতাকে। প্লাস্টিক ব্যাগ মুক্তের অঙ্গীকারে পদযাত্রায় সামিল হন জনপ্রতিনিধি থেকে সেলফ হেল্প গ্রুপের সদস্য, স্কুলের পড়ুয়ারাও।