এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Plant Care Tips কোন সারের কী কাজ! শীতকালীন ফুল গাছের যত্ন নেবেন কীভাবে?

Published on: November 9, 2025
Plant Care Tips

Plant Care Tips শীত দোরগোড়ায় হাজির। গাছ প্রেমীদের এখন সবচেয়ে ব্যস্ত সময়। টব সাজানো, চারা রোপণ, মাটি তৈরি- সব কিছুই প্রস্তুত। কিন্তু এত কিছুর পরেও অনেক সময় দেখা দেয় নানা সমস্যা। গাছ বাড়ছে না, ফুল ধরছে না, পাতা হলদে হয়ে যাচ্ছে- সমস্যা হাজারো। যদিও এর সমাধানও আছে। সারের ব্যবহার আর যত্নে অজান্তেই হয়ে যায় ভুল।  ঠিক সময়ে, ঠিকভাবে সঠিক সার ব্যবহার করতেই হবে, তবেই টবে ফলবে রঙিন ফুল, আর গাছও হবে তাজা ও প্রাণবন্ত। এই বিষয়ে পরামর্শ দিয়েছেন বাগান বিশেষজ্ঞ ও বহরমপুর নার্সারির কর্ণধার সাফিউল মুজনেবিন।

Plant Care Tips  কোন সারের কী কাজ?

Plant Care Tips সাফিউলবাবু বলেন, “গাছের খাবারও মানুষের খাবারের মতোই ভারসাম্যপূর্ণ হতে হবে। অতিরিক্ত সার যেমন ক্ষতি করে, তেমনই প্রয়োজনের কম সারেও গাছ দুর্বল হয়ে পড়ে।”

আরও পড়ুন-

শীতের বাগান সাজবে ফুলে, নার্সারিতে জমছে ভিড়

Plant Care Tips গাছের পরিচর্যায় কোন সারের কী কাজ?

Plant Care Tips বাদাম খোল: এটি প্রাকৃতিক নাইট্রোজেনের উৎস। গাছের সবুজ পাতা ও নতুন ডাল গজাতে সাহায্য করে। পাতা ঘন ও চকচকে হয়। হাড় গুঁড়ো- ফসফরাস সমৃদ্ধ এই সার গাছের শিকড় মজবুত করে ও ফুল ধরার জন্য দারুণ উপযোগী। নিম খোল- গাছকে ছত্রাক ও পোকামাকড় থেকে রক্ষা করে। এটি মাটির জীবাণুনাশক হিসেবেও কাজ করে। পার্লাইট ও ভার্মিকম্পোস্ট- এগুলো মাটির বায়ু চলাচল ঠিক রাখে, গাছের শিকড়কে অক্সিজেন দেয়, ফলে জল ও পুষ্টি সহজে শোষিত হয়। গোবর সার-  এটি একটি পূর্ণাঙ্গ জৈব সার যা ধীরে ধীরে পুষ্টি ছাড়ে, গাছকে দীর্ঘদিন সুস্থ রাখে।

আরও পড়ুন-

সবুজ সুন্দর ভারত গড়ার লক্ষ্যে বহরমপুর নার্সারি

Plant Care Tips ছোট টবের জন্য কী করবেন?

Plant Care Tips ছোট টবে মাটির পরিমাণ কম থাকায় পুষ্টি দ্রুত শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কম পরিমাণে কিন্তু ঘন ঘন জৈব সার দিতে হবে। রাসায়নিক সার প্রয়োগে সাবধানতা জরুরি, কারণ অতিরিক্ত রাসায়নিক টবের গাছের শিকড় পুড়িয়ে দিতে পারে।

Plant Care Tips শীতকালীন ফুলের জন্য  যত্ন-

Plant Care Tips শীতের মরসুমে পেটুনিয়া, ডায়ানথাস, ক্যালেন্ডুলা, গাঁদা ফুলের জন্য মাটি তৈরির সময় গোবর সার, হাড়গুঁড়ো, নিমখোল আর বালির সঠিক অনুপাত রাখতে হবে। প্রতি ১৫–২০ দিনে একবার হালকা তরল জৈব সার দিলে ফুল ফোটার সময় গাছ থাকবে একদম ফ্রেশ।

Plant Care Tips ইনডোর প্ল্যান্টের জল ও যত্ন

Plant Care Tips ইনডোর গাছে জল দিতে হবে খুব মেপে। সপ্তাহে দু’বার হলেই যথেষ্ট। আলো-বাতাস চলাচল এমন জায়গায় রাখতে হবে, যাতে গাছের পাতায় ছত্রাক না জন্মায়। শীতকালে সকালবেলার রোদে অল্প সময়ের জন্য রাখলে ইনডোর গাছও প্রাণ ফিরে পায়।

Plant Care Tips জৈব না রাসায়নিক— কোনটা বেছে নেবেন?

Plant Care Tips সাফিউলবাবুর মতে, “জৈব সার সবসময়ই নিরাপদ। রাসায়নিক সার ব্যবহার করা যায়, তবে সীমিত পরিমাণে এবং ফুল ফোটার নির্দিষ্ট সময়েই।”

Plant Care Tips গাছপ্রেমীদের জন্য গাছের সমস্যা অনুযায়ী সার ও পরিচর্যার বিশেষ পরামর্শ দিয়েছেন বাগান বিশেষজ্ঞ সাফিউল মুজনেবিন। তিনি জানান, ইনডোর গাছের ক্ষেত্রে জলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বাদাম খোল খুব পরিমান দিতে হবে। পাহাড়ি গাছের জন্য লাগে পার্লাইট। সিজন ফ্লাওয়ারে  খুব বেশী রাসায়নিক প্রয়োজন হয় না। কোন কোন ক্ষেত্রে লিকুইড আছে যেমন সাফ পাউডার ব্যবহার করতে হয়। যদিও তাতে ফুল দীর্ঘস্থায়ী হবে না।

Plant Care Tips  গাছও প্রাণ। একটু যত্ন, সঠিক খাবার আর নিয়মিত নজর রাখলেই আপনার টবের গাছ হবে প্রাণবন্ত, ফুলে-ফলে ভরে উঠবে বাড়ির কোণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now