এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Plant Care Tips বর্ষায় সাধের গাছের যত্নে নিন বাড়তি সতর্কতা

Published on: August 20, 2025
Plant Care Tips 

Plant Care Tips  ফুলগাছ হোক বা পাতাবাহার, গাছ কিনে আনার দিন কয়েক পরেই  দেখলেন তা শুকিয়ে যাচ্ছে! জল, সার দিয়েও সাধের গাছটি বাঁচানো যাচ্ছে না, তখন উপায় কী?  সঠিক পরিচর্যা হচ্ছে তো ? এই প্রশ্নের উত্তর খোঁজেন গাছ প্রেমীদের একাংশ। এক্সপার্টরা বলছেন, একেকটি গাছের জন্য একেক রকম পরিবেশ দরকার। তাই গাছের যদি শখ থাকে, তা হলে জেনে নিন ঠিক কোন কোন কারণে আপনার বাড়ির গাছগুলি বাঁচছে না।  সঠিক টব বাছাইয়ের নিয়ম কী?

Plant Care Tips গাছের চারার ধরন অনুযায়ী টব বাছতে হবে। খুব ছোট টব না কিনে মাঝারি মাপের টব দিয়েই শুরু করুন। যদি দেখেন, গাছের বৃদ্ধি থেমে যাচ্ছে, পাতাগুলি বিবর্ণ হয়ে যাচ্ছে, যতই জল দিন না কেন, দ্রুত মাটি শুকিয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে শিকড় বেড়ে গিয়ে পুরো টবে ছড়িয়ে পড়েছে। গাছটিকে তখন আরও একটু বড় আকারের টবে রাখুন। যদি শুরুতে ৮ বা ১২ ইঞ্চি ব্যাসের টব নেন, তা হলে ১৬ ইঞ্চি ব্যাসের টবে গাছটিকে পুনরায় লাগান।

Plant Care Tips টবের নিকাশি ব্যবস্থা দেখে নিন

Plant Care Tips টবের ছিদ্র দিয়ে বাড়তি জল বেরোচ্ছে কি না, সেটা দেখে নিতে হবে। গাছের গোড়ায় জল জমে থাকলেই গাছ নষ্ট হয়ে যাবে। যদি দেখেন, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে বেশি জল দিয়ে ফেলছেন। সব গাছের জল শোষণ ক্ষমতা সমান নয়। যে গাছের কম, তাতে কম জলই দিতে হবে। না হলে বাড়তি জল গাছের গোড়ায় জমে থাকবে।

Plant Care Tips টবে অতিরিক্ত জল জমতে দেবেন না

Plant Care Tips বর্ষাকাল মানেই ঘন ঘন বৃষ্টি। বৃষ্টির জল টবে জমা হতে থাকে। এর ফলে মশার জন্ম হয়। আবার কিছু গাছ রয়েছে যেগুলি বেশি জল সহ্য করতে পারে না। তাই সে দিকে একটু বেশি নজর দেওয়া জরুরি। বৃষ্টি হলেই টবে জমে থাকা জলটি ফেলে দিয়ে পরিষ্কার করুন।

Plant Care Tips  ‘ইনডোর প্ল্যান্ট’ হলেও মাঝেমধ্যে রোদে রাখতেই হবে

Plant Care Tips  কিছু গাছ ছায়াতেই দিব্যি বেঁচে থাকে। কিছু গাছ আবার একটু বেশিই রোদ চায়। ঘরের ভিতরে বাঁচে যে গাছগুলি, সেগুলি ছায়াবান্ধব হয়। বেশি রোদে রাখলে পাতা শুকিয়ে যাবে। তাই ঘরের কোনদিকে বেশি রোদ আসছে, তা বুঝে নিয়ে গাছ রাখুন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now