Piyush Pandey চলে গেলেন অ্যাডম্যান পীযূষ পান্ডে ।
মনে পড়ে গুগলি উগলি উষ…? কিম্বা ‘কুছ খাস হ্যায়…’। ভারতীয় বিজ্ঞাপনে এই রকম বেশ কিছু স্মৃতি তৈরি করেছিলেন ‘কুছ খাস হ্যায়…’ অ্যাডম্যান পীযূষ পান্ডে।
পীযূষ পান্ডের প্রয়াণে ভারতের বিজ্ঞাপনের জগতে এক যুগের অবসান ঘটেছে । শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি বিজ্ঞাপন স্রষ্টা পিয়ূষ পাণ্ডে। কিছুদিন ধরেই সংক্রমণের কারণে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই বিজ্ঞাপন ও সৃজনশীলতার দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক মাধ্যমে শোকবার্তা ভেসে এসেছে একের পর এক— কেউ লিখেছেন, “Fevicol ka jod toot gaya”, ।
আরও পড়ুনঃ Kantara Chapter 1 – full story কান্তারা ১ সিনেমার গল্প বাংলায়
Piyush Pandey পদ্মশ্রী সম্মানে ভূষিত পীযূষ পান্ডে ছিলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞাপন নির্মাতাদের একজন।
তাঁর হাত ধরেই জন্ম নিয়েছিল ভারতের বহু জনপ্রিয় ব্র্যান্ড ক্যাম্পেইন— ফেভিকল, ক্যাডবেরি, এশিয়ান পেইন্টস সহ আরও অনেকের অবিস্মরণীয় বিজ্ঞাপন। তিনি ছিলেন সেই মানুষ, যিনি দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক স্লোগান “আব কি বার, মোদী সরকার” জনমানসে প্রতিষ্ঠিত করেছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাণ্ডের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক আবেগপূর্ণ বার্তায় তিনি লিখেছেন,
( “শ্রী পিয়ূষ পাণ্ডে জি তাঁর সৃজনশীলতার জন্য সর্বত্র প্রশংসিত ছিলেন। বিজ্ঞাপন ও যোগাযোগের জগতে তাঁর অবদান ছিল অনন্য। আমাদের দীর্ঘ আলাপচারিতা আমি সযত্নে স্মরণ করব। তাঁর প্রয়াণে গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। ওঁ শান্তি।” )
ভারতের বিজ্ঞাপনের জগতে পিয়ূষ পাণ্ডের অবদান অনন্য— তাঁর চিন্তা, শব্দ, এবং হাস্যরসের সংমিশ্রণ বিজ্ঞাপনকে শুধু বিক্রির মাধ্যম নয়, সংস্কৃতির অংশে পরিণত করেছিল।















