Murshidabad University আগে ভর্তি, পরে যাচাই।
বার বার বিজ্ঞপ্তি দিয়েও ছাত্র ভর্তি হচ্ছে না। ফের ছাত্র ভর্তির জন্যে বিজ্ঞপ্তি দিল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় (Murshidabad University) কর্তৃপক্ষ। এই নিয়ে চতুর্থ ধাপ। ফলে ফের ভর্তির সুযোগ মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে। নতুন করে স্নাতকোত্তরে ছাত্র ভর্তি নেওয়া হবে। এজন্যে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। সেখানে বলে দেওয়া হয়েছে আগে ভর্তি প্রক্রিয়া হবে, পরে তথ্য যাচাইয়ের জন্যে বিশ্ববিদ্যালয়ে হাজির হতে হবে। আজ শুক্রবার থেকেই এর জন্য অনলাইনে আবেদন করার পোর্টাল খুলে দেওয়া হয়েছে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। যেসব বিষয়ে ভর্তি নেওয়া হবে সেগুলি হল আরবি, অর্থনীতি, সংস্কৃত, সাঁওতালি ও সেরি কালচার (রেশম চাষ)।
আরও পড়ুনঃ Murshidabad Hostel মুর্শিদাবাদে ৪ টি হস্টেলে ভর্তি শুরু। ডাউনলোড করুন ফর্ম
কবে ভর্তি?
Murshidabad University বুধবার বিশ্ববিদ্যালয় এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ২৫ নভেম্বর এই বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হবে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর ভর্তি নেওয়া হবে। আগামী ২৭ তারিখ তথ্য যাচাই করা হবে।Murshidabad University বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু আসনে ছাত্র ভর্তি হয়নি। সেগুলি সংরক্ষিত ক্যাটেগরিতে ছিল। কিন্তু সংরক্ষিত থাকায় সেখানে সাধারণ ক্যাটেগরির ছাত্র ভর্তি করা যাচ্ছিল না। এজন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী নিবন্ধক রাজীব মুখার্জী শুক্রবার বলেন, কিছু সংরক্ষিত আসন অসংরক্ষিত হয়েছে। এছাড়া কিছু আসন ফাঁকা ছিল। সেসবগুলিতে ভর্তি নেওয়া হবে। Murshidabad University এই বিজ্ঞপ্তিতেও স্পষ্ট করে দেওয়া হয়েছে গত এক আগস্ট উচ্চ শিক্ষা দফতর ভর্তি নিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছিল। তার ভিত্তিতেই এই নতুন বিজ্ঞপ্তি।
উল্লেখ্য, এবার এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে প্রায় ৭০ শতাংশ আসনে ছাত্র ভর্তি হয়। স্নাতকে প্রায় ৪০ শতাংশ আসনে ছাত্র ভর্তি হয়েছে।















