এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Partha Chatterjee: মুর্শিদাবাদের ঝুলনে এবার পার্থ চট্টোপাধ্যায় ! তাও আবার সবান্ধবে !

Published on: August 13, 2022

রামচন্দ্র বিশ্বাসঃ ঝুলনে এবার পার্থ চট্টোপাধ্যায় ! সাথে ঘনিষ্টরা। সাথে লাঠিকে বন্দুকের মতো ধরে পুলিশ ! তাও আবার মুর্শিদাবাদের গ্রামের ঝুলন যাত্রায় । এমন ছবিই দেখা গেল বহরমপুর লাগোয়া মানকরা গ্রামে। ঝুলন যাত্রা উৎসবে মেতেছেন বহরমপুরের মানকরা গ্রামের বাসিন্দারা । প্রায় ১২ বছর ধরে এই ঝুলন যাত্রা হচ্ছে। করোনার জেরে দুবছর বন্ধ থাকার পর এবার ফের এই উৎসবের আয়োজন করা হয় । ঝুলন যাত্রাকে কেন্দ্র করে ৭ দিন ধরে চলবে মেলা । শুক্রবার কমিটির পক্ষ থেকে “সং প্রতিযোগিতা” র আয়োজন করা হয়। এদিন সং প্রতিযোগিতায় মানকরা সহ আশে পাশে গ্রামের প্রতিযোগীরা অংশ গ্রহণ করে। এই সং এর মাধ্যমে পার্থ চ্যাটার্জীর গ্রেফতার সহ সাম্প্রতিক কালের বিভিন্ন ঘটনাও তুলে ধরা হয়।

করোনা কাল কাটিয়ে ফের ঝুলন্ত যাত্রা উৎসবকে ঘিরে মিলন মেলার রূপ পেয়েছে মানকরা এলাকা। সং এর পাশাপাশি মেলা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। মেলায় জন সমাগম হওয়ায় খুশি ব্যবসায়ীরাও।
গ্রামবাসীরা জানান, কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়। নেহাত বিনোদনের জন্যই পার্থ চট্টোপাধ্যায় সেজেছেন গ্রামের খুদেরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now