এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Park Min-jae  চির ঘুমের দেশে কোরিয়ান এই তারকা । চিনেই সব শেষ

Published on: December 4, 2024
Park Min-jae

Park Min-jae  চির ঘুমের দেশে কোরিয়ান এই তারকা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা পার্ক মিন-জে ৩২ বছর বয়সে প্রয়াত হয়েছেন।  সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে , গত ২৯ নভেম্বর, শুক্রবার, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে চীনে সফরকালে তিনি মারা যান। সংক্ষিপ্ত কেরিয়ারের মধ্যেই তিনি ‘লিটল উইমেন’ Little Women , ‘কল ইট লাভ’ Call It Love , ‘দ্য কোরিয়া-খিতান ওয়ার’, ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’ এবং ‘ট্রু টু লাভ’-এর মতো একাধিক জনপ্রিয় কোরিয়ান ড্রামায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গিয়েছেন।

পার্ক মিন-জে-র এজেন্সি বিগ টাইটেল এক বিবৃতিতে জানিয়েছে, “একজন সুন্দর মনের অভিনেতা, যিনি অভিনয়কে ভালোবাসতেন এবং সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতেন, পার্ক মিন-জে আজ স্বর্গের পথে পাড়ি দিয়েছেন। আমরা আর কখনো তার অভিনয় দেখতে পাব না, কিন্তু তার কাজকে আমরা গর্বের সঙ্গে স্মরণ করব।” এজেন্সি আরও জানিয়েছে, চীন যাওয়ার আগে তার কোনও বড় স্বাস্থ্য সমস্যা ছিল না।

Park Min-jae কী জানিয়েছে বিগ টাইটেল ?

বিগ টাইটেলের সিইও হোয়াং জু হিয়ে নিজের শোক প্রকাশ করে বলেছেন, “যে মানুষটা বলেছিল চীন জয় করে একমাসের ছুটিতে যাবে, সে আজ আরও বড় যাত্রায় পাড়ি দিয়েছে। এত হঠাৎ, এত অপ্রত্যাশিত! পরিবারটা কী অসীম শোকের মধ্যে আছে কল্পনাও করা যায় না। মিন-জে, আমাদের এখনও অনেক কথা বলা আর কাজ করা বাকি ছিল। আমি কৃতজ্ঞ, এমন একজন প্রতিভাধর অভিনেতার প্রতিনিধি হতে পেরেছিলাম, যদিও তা খুব স্বল্প সময়ের জন্য। আমি দুঃখিত। আমি কখনোই তোমার নাম ভুলব না—অভিনেতা পার্ক মিন-জে।”

Park Min-jae  অন্যদিকে, পার্ক মিন-জে-র ভাই পার্ক জে-হিয়ং ইনস্টাগ্রামে অভিনেতার অন্ত্যেষ্টি সম্বন্ধে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ফিউনারেল হলের ৯ নম্বর কক্ষে পার্কের স্মরণসভা অনুষ্ঠিত হবে। আগামী ৪ ডিসেম্বর তার শেষকৃত্য সম্পন্ন হবে। তবে এখনও সমাধিস্থলের জায়গা নির্ধারিত হয়নি।

Park Min-jae  “আমাদের প্রিয় ভাই শান্তিতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। যত বেশি সংখ্যক মানুষ সম্ভব, আমরা তাদের অনুরোধ করছি তাকে শেষ বিদায় জানাতে আসার জন্য। আমরা সবার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে না পারায় দুঃখিত,” লিখেছেন পার্ক মিন-জে-র ভাই। অভিনেতার অকাল প্রয়াণে তার অনুরাগীরাও শোকে হতবাক। কেউ লিখেছেন, “আমার সমবেদনা রইল আপনাদের সকলের প্রতি।” আরেকজন লিখেছেন, “এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা। শান্তিতে বিশ্রাম নিন।”

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now