রাত পোহালেই পঞ্চায়েত ভোট! জেলায় মোট কত ভোটার? কত আসনে হবে ভোট? পড়ুন পরিসংখ্যান

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ ওয়েব ডেস্কঃ রাত পোহালেই পঞ্চায়েত ভোট। শনিবার সকাল থেকেই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। মুর্শিদাবাদের ২৬ টি ব্লকেই হবে নির্বাচন। এবারের পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদ জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৭৮ টি, পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ৭৪৮ টি। জেলায় মোট ৫৫৯৩ টি গ্রাম পঞ্চায়েত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে রাজনৈতিক দলগুলি। জেলার মোট ৫৪৩৮ টি পোলিং স্টেশন ও ৩৫৫৪টি পোলিং বুথে গৃহীত হবে ভোট।

পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করেছে। জেলার বিভিন্ন স্পর্শকাতর এলাকাতে শুরু হয়েছে টহলদারীও। মুর্শিদাবাদ জেলায় মোট ভোটার সংখ্যা ৫১ লক্ষ ৪ হাজার ৩২৯ জন। যার মধ্যে রয়েছেন ২৫ লক্ষ ৯৫ হাজার ২৬৭ জন পুরুষ, ২৫ লক্ষ ৮ হাজার ৯৬৮ জন মহিলা ও ৯৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৪ জন।

একমাস আগে দিন ঘোষণা হয়েছিল ভোটের এবারে অপেক্ষার অবসান হবে আগামীকাল। ২০১৮ এর পর আবার ২০২৩ এ পঞ্চায়েতে ভোট দেবেন মানুষ। আগামী ১১ ই জুলাই মঙ্গলবার ফলপ্রকাশ হবে পঞ্চায়েত ভোটের।