Pan Card পুরোনো প্যান কার্ড আর না। এবার প্যান কার্ডে যোগ হচ্ছে কিউআর কোড। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে সবুজ সংকেত মিলেছে। নতুন এই উদ্যোগ আয়করদাতাদের আর্থিক লেনদেন আরও স্বচ্ছ এবং সহজ করবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। ‘প্যান ২.০’ নামের এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে **১৪৩৪ কোটি টাকা । কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব Ashwini Vaishnaw জানিয়েছেন, প্যান কার্ডে কিউআর কোড যুক্ত হওয়ার ফলে করদাতাদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্ট আরও সুরক্ষিত থাকবে। পাশাপাশি, জালিয়াতি ঠেকাতে এই প্রযুক্তি কার্যকর ভূমিকা নেবে।
Pan Card নতুন প্যান কার্ডে কী সুবিধা?
নতুন প্যান কার্ডে উন্নত প্রযুক্তির সাহায্যে দ্রুত পরিষেবা দেওয়া সম্ভব হবে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি, আয়কর সংক্রান্ত লেনদেন সহজতর হবে। কর ব্যবস্থার স্বচ্ছতা এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে বলেও মনে করছে কেন্দ্র।
Pan Card এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় যথেষ্ট আশাবাদ দেখা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডলে লেখেন, “প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন।”
“The PAN 2.0 initiative approved by the Union Cabinet today anchors our taxpayer registration system with state-of-the-art technology to make filing of IT returns a hassle-free experience. It will enthuse more taxpayers to join the journey of building a great nation initiated by PM Shri @narendramodi Ji. Thank you, Modi Ji, for the visionary decision”- Amit Shah