সামাজিকভাবে সংগঠিত হলে তবেই প্যালিয়েটিভ কেয়ার ইউনিট সফল হবে দাবি চিকিৎসক সুবীর গাঙ্গুলীর

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ শনিবার থেকে পথ চলা শুরু হল শহিদ ক্ষুদিরাম পাঠাগারের ক্যানসার প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের। একজন ক্যান্সার আক্রান্ত রোগীর রোগের উপশম করার জন্য এই ইউনিট খোলা হয়েছে। সেই উপলক্ষেই শনিবার বহরমপুর রবীন্দ্র সদনে ওই সংস্থার পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। সেখানে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীর সঙ্গে  সেমিনারে উপস্থিত ছিলেন   বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ সুবীর গাঙ্গুলী। সেখানে তিনি বলেন, প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের পরিসর অনেক বড়। ক্যান্সার ছাড়াও অন্য কিছু অসুখের ক্ষেত্রেও তা প্রয়োগ করা যায়। কেরালায় এই ইউনিটের কাজ ভাল হয়। তিনি বলেন, “সামাজিকভাবে সবাই সংগঠিত ভাবে একে অপরের বিপদে পাশে দাঁড়াতে হবে।এই দর্শন মাথায় রাখতে হবে। ক্যান্সার রোগীকে সহায়তা করতে হবে। আমাদের সাধ্যমত তাকে সহায়তা না করলে এই ধরনের কাজগুলি সফল হবে না।” মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার ইউনিট চালু হলেও সেখানে রেডিও থেরাপি সেন্টার না থাকায় বহু মানুষ জেলায় ক্যান্সারের চিকিৎসা না করে কলকাতায় চলে যাচ্ছেন বলেও এদিন দাবি করেন এই চিকিৎসক। শুধু তাই নয়, তিনি বলেন “ওই হাসপাতালে একজন ক্যান্সার শল্য  চিকিৎসক থাকলে চিত্রটা বদলে যেত।”