Palash Ghosh কাশ্মীরে মিলল হরিহরপাড়ার বীর সেনাকর্মীর দেহ । এলাকায় শোক

Published By: CHIRANJIT GHOSH | Published On:

Palash Ghosh শুক্রবার জম্মু কাশ্মীরের Jammu and Kashmir  অন্তননাগ জেলায় নিখোঁজ সেনা কর্মী  ল্যান্স হাবিলদার পলাশ ঘোষের ( Lance Havildar Palash Ghosh) দেহ মিলেছে। পলাশ ঘোষ মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই সপ্তাহের প্রথম দিক থেকে নিখোঁজ ছিলেন Lance Havildar Palash Ghosh এবং Lance Naik Sujay Ghosh । জানা গিয়েছে, একটি ৬-৭ অক্টোবর সন্ত্রাস দমন অভিযানে শামিল হয়েছিলেন তিনি। দেহের সঙ্গেই উদ্ধার হয়েছে বন্দুক। শুক্রবার উদ্ধার হল পলাশ ঘোষের দেহ। বৃহস্পতিবার উদ্ধার হয়েছিল ল্যান্স নায়েক সুজয় ঘোষের দেহ।

জানা গিয়েছে ভারতীয় সেনার এলিট প্যারা ইউনিটের এই দুই সৈনিক মঙ্গলবার কোকেরাং-এ একটি অভিযান চলাকালীন নিখোঁজ হন। আহলান গাডোলে (the Ahlan Gadole) এলাকায় ওই অভিযান চলছিল। ভারতীয় সেনা কাছে খবর ছিল ওই এলাকায় জঙ্গীরা লুকিয়ে রয়েছে।

Palash Ghosh মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর বলরামপাড়া গ্রামে বাড়ি এই শহীদের ।

শনিবার তার মরদেহ নিজ গ্রামে পৌঁছাবে বলে জানা গিয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজন ও স্থানীয় মানুষজন। শোকের ছায়া নেমে এসেছে গোটা রুকুনপুর বলরামপাড়া গ্রামে। এখন সকলেরই একটাই প্রতীক্ষা— কবে বাড়ির উঠোনে ফিরে আসবে শহিদ পুত্র পলাশের নিথর দেহ।

ভারতীয় সেনার Chinar Corps  এর পক্ষ থেকে X-এ পোস্ট দুই বীরের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লেখা হয়েছেঃ

Palash Ghosh Indian Army

” Chinar Corps honours the supreme sacrifice of Bravehearts Lance Havildar Palash Ghosh and Lance Naik Sujay Ghosh, while conducting relentless counter terror operations in the Kishtwar Range of Kokernag battling extreme weather conditions. Their courage and dedication will forever inspire us.
Chinar Warriors salute the valour and sacrifice of the Bravehearts. We stand in solidarity with the bereaved families and are committed to their well-being”

হরিহরপাড়ার বীর এই সন্তানের মৃত্যুতে শোক হরিহরপাড়ার শহীদ সেনাকর্মীর গ্রামে।

See also  বহরমপুরে সত্যেন খুনে ধৃত দু’জনেই তৃণমূল কর্মী, ভোট বাজারে চড়ছে রাজনীতির পারদ

আরও পড়ুনঃ Tribute to Kargil War Hero কার্গিল যুদ্ধে মুর্শিদাবাদের শহীদ মহম্মদ সানোয়ার হোসেনকে স্মরণ