এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Palash Ghosh শহিদ জওয়ান পলাশের বাবাকে ফোন কেন্দ্রীয় মন্ত্রীর

Published on: October 12, 2025
পলাশ ঘোষের বাবার সাথে ফোনে কথা সুকান্ত মজুমদারের

Palash Ghosh কাশ্মীরে জঙ্গি দমনে তুষারঝড়ে শহিদ প্যারা কম্যান্ডার পলাশ ঘোষের বাবার সাথে ফোনে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার রুকুনপুর বলরামপাড়ার বাড়িতে ফেরে পলাশ ঘোষের নিথর দেহ।

Palash Ghosh গত ৬-৭ অক্টোবর সন্ত্রাস দমন অভিযানে শামিল হয়েছিলেন তিনি পলাশ ঘোষ। তুষারঝড়ের মধ্যে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। শুক্রবার উদ্ধার হল পলাশ ঘোষের দেহ। শনিবার নিহত জওয়ানের বাড়িতে জান বিজেপি নেতারা। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। শহিদ জওয়ানের বাবার সাথে ফোনে কথা বলেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । মন্ত্রীর সাথে কথা বলতে বলতে পলাশের বাবা বলেন আমি গর্বিত আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছেন।

 

Palash Ghosh শনিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে শ্রদ্ধা জানানোর পর। শহিদ জওয়ানের দেহ নিয়ে যাওয়া হয় বহরমপুর গোরাবাজার শ্মশানে। সেখানে সেনা বাহিনীর পক্ষ থেকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানান হয়। চোখের জলে বিদায় জানান হয় পলাশ ঘোষকে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now