এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Durga Puja Famous Osur Murshidabad: পাকিস্তানি অসুর এবার পুজোর সুপারহিট ট্রেন্ড, ভিড় টানছে বহরমপুরে সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্ঘ

Published on: September 29, 2025
Durga Pujo

মুর্শিদাবাদের পুজো মণ্ডপে ইউনুস?

নিজস্ব প্রতিবেদনঃ পহেলগাম জঙ্গি হামলা ভোলেননি ভারতবাসী। অপারেশন সিন্দুরে কড়া জবাব দেওয়া হয়েছে। দর্শকরা জানাচ্ছেন, এবার অনেক পুজো কমিটিই না কি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের আদলে অশুভ মহিষাসুরের মুখ করেছে। তা দেখতে ভিড় হচ্ছে প্রচুর। কোথাও-কোথাও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের আদলেও না কি অসুরের মুখ করা হয়েছে। বহরমপুরেও এবার একটি পুজো কমিটিতেএই অসুর দেখার জন্যে ভিড় উপচে পড়েছে। সেখানে সবাই ‘ইউনুসকে’ দেখতে আসছেন। ৮৩ বছরে পা দেওয়া সাধক নরেন্দ্র স্মৃতি সঙ্ঘের পুজোয় এবার ভারতের বিরুদ্ধে যারা কুৎসা করে তাদের অসুর তৈরি করা হয়েছে। তবে পুজো কমিটি সাফ জানাচ্ছে, তা নেহাতই কাকতালীয়। ওরকম ভেবে কিছু করা হয়নি।
পাকিস্তান বারবার ভারতে জঙ্গি হামলার নেপথ্যে থেকেছে। বিক্ষোভের জেরে শেখ হাসিনা ভারতে চলে আসার পর সেখানে মহম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর বাংলাদেশে ভারত বিদ্বেষের অভিযোগ সামনে আসতে থাকে। পাকিস্তানের মদতে বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগ ওঠে। অসুর হল অশুভ শক্তির প্রতীক। তাকে বধ করে শুভ শক্তির আরাধনা হয়। স্বাভাবিকভাবে এই নিয়ে চর্চা শুরু হয়েছে।

Durga Puja Murshidabad

Durga Puja Famous Osur Murshidabad তবে ওই পুজো কমিটির পক্ষ থেকে অর্ক গঙ্গোপাধ্যায় বলেন, আমাদের মূল ভাবনা হয়েছে, দহন অর্থাৎ দগ্ধকরণ। আমরা এখানে শত্রু বলতে ভারতের বিদেশি শত্রুর কথা বোঝাতে চেয়েছি। নারী শক্তির জাগ্রত বিকাশ ফুটে উঠেছে দেবী প্রতিমার মাধ্যমে। দহন অর্থাৎ শত্রুর দগ্ধকরণ। তবে অসুরের সঙ্গে যদি প্রতিবেশি রাষ্ট্র প্রধানের মিল থেকে থাকে তা নিতান্ত কাকতালীয়। এটা শিল্পীর নিজস্ব কল্পনা বা শিল্পীর হাতের ছোঁয়া বলতে পারেন।

আরও পড়ুনঃ Biswa Bangla Sharad Samman 2025 প্রতিমা থেকে মণ্ডপ- মুর্শিদাবাদে সেরা পুজোর তালিকায় কারা?

তিনি আরও বলেন, পহেল্গ্রামে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা হামলা করেছে। অপারেশন সিন্দুরে ভারত তার জবাব দিয়েছে। আমরা দেখেছি, ভারতের সামরিক বাহিনীর দুই নারী শক্তিকে নেতৃত্ব দিতে। পাশের দেশ বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বে ক্রমাগত রাজনৈতিক অপপ্রচার করা হয়েছে। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ।

Durga Puja Famous Osur Murshidabad ওই মণ্ডপে গেলেই দর্শকদের নানা মন্তব্য শোনা যাচ্ছে। কেও বলছেন, ওই তো অসুর, পাকিস্তানের ‘শাহবাজ শরিফ’। বেশিরভাগ দর্শক বলছেন, পরিষ্কার ওটা বাংলাদেশের ‘মহম্মদ ইউনুস’। সিংহের আক্রমণে ক্ষতবিক্ষত। দেবীর ত্রিশুলে বধ। আবার আরেকটি, ওটা তো পাকিস্তানের ‘আসিম মুনির’।পুজো কমিটির এক উদ্যোক্তার বক্তব্য, ভারতবাসী প্রতিটা সার্বভৌম দেশকে, তাদের রাষ্ট্র প্রধানকে সম্মান করে। তবে যারা ভারতের ক্ষতি করে তাদেরকে ভোলে না । তবে এক্ষেত্রে মণ্ডপে যা করা হয়েছে তা কারও প্রতি অসম্মান প্রদর্শনের জন্যে নয়। নিছকই কাকতালীয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now