Padma Water: মুর্শিদাবাদের ভগবানগোলায় পদ্মার Padma River জলে প্লাবিত হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। বাড়িতে জল না ঢুকলেও ফসল জমির তলায় থাকায় মাথায় হাত পড়েছে ভগবানগোলার Bhagabangola হনুমন্তনগর অঞ্চলের টিকলি চর ও নির্মল চর এলাকার কৃষকদের । একদিকে ফারাক্কার জল অন্যদিকে বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে পদ্মা। এই অবস্থায় জলের তলায় ফসলি জমি। এর জেরে কয়েকশো বিঘা জমির কলায় ও একাঙ্গী নষ্ট হয়েছে বলে দাবি চর এলাকার বাসিন্দাদের। শুধু তাই নয় স্বাস্থ্য কেন্দ্র না থাকায় চিকিৎসা নিয়েও বেশ চিন্তিত চর এলাকার বাসিন্দারা।
Padma Water: বৃহস্পতিবার রাতে টিকলি চর এলাকার বাসিন্দাদের সাথে বৈঠক করেন বিধায়ক রেয়াত হোসেন সরকার, ভগবানগোলা ১ এর বিডিও নাজির হোসেন সহ আধিকারিকেরা। বিধায়ক এবং বিডিও জানান ফসলে ক্ষতি হলেও এখনও চর এলাকার বাসিন্দারা নিরাপদে রয়েছে। তবে ফসলে ক্ষতি নিয়ে কৃষি দপ্তরকে জানান হয়েছে। ফসলে ক্ষতির মুখে পরে এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে ভগবানগোলার চর এলাকার বাসিন্দারা।