Padma Erosion লালগোলায় পদ্মা গিলে খেল বিঘার পর বিঘা জমি

Published By: Imagine Desk | Published On:

Padma Erosion ফের নদী ভাঙন মুর্শিদাবাদে । এবার পদ্মা নদীতে শুরু ভাঙন। প্রায় ১৫ দিন ধরে একটু একটু করে ভাঙ্গতে শুরু করে লালগোলার তারানগরে পদ্মার পার। সেই সময় প্রায় ৬০ বিঘার কাছাকাছি জমি তলিয়ে গিয়েছে পদ্মায়। গত কয়েক দিনে ভাঙ্গনের তীব্রতা বেড়েছে অনেকখালি। নতুন করে প্রায় ৩০ বিঘা ফসলি জমি গ্রাম করেছে পদ্মা। নদীর এই ভয়াল রূপ দেখে ঘুর উড়েছে তারানগরের বাসিন্দাদের।

নদী পার থেকে মাত্র ১৫ থেকে ২০ মিটার দুরেই শুরু হয়েছে বসতি। এই ভাবে নদী ভাঙ্গতে থাকলে সেই বসতি নিশ্চিহ্ন হয়ে যাবে আসঙ্কার নদী পারের বাসিন্দা আবুল কাসেমের।
ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় ভাবে বাঁশ ও বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের কাজ শুরু হলেও তা নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় পঞ্চায়েত সদস্য তফিকুল ইসলামের দাবি ভাঙ্গন রোধে কাজ শুরু হলেও কাজের গতি না থাকায় কাজ বন্ধ করা হয়েছে। পঞ্চায়েত প্রধান হম্মদ রফিকুল আলম জানান, বিষয়টি, বিডিও, সেচ দপ্তর ও মহকুমা শাসককে জানিয়েছেন তিনি । তবে ভাঙ্গন রোধে বোল্ডার পিচিং না হলে এই ভাঙ্গন রোখা যাবে না। গত কয়েক বছরে এদিকে যেমন সামশেরগঞ্জে মানুষ ভিটে মাটি হারাচ্ছেন একই ছবি লালগোলাতেও উঠে আসছে। পদ্মার ভাঙ্গন থেকে বাঁচতে এখন পার বাধানোর দিতেই তালিয়ে লালগোলার পদ্মাপারের বাসিন্দারা।