Paddy Purchase: ধান বিক্রির প্রথম দিন কী ছবি মুর্শিদাবাদে ? ২রা নভেম্বর থেকে সরকারিভাবে কিষান মান্ডিতে শুরু হল ২০২৪-২৫ খরিফ বিপণন মরশুমের ধান কেনা। বহরমপুরে কৃষক বাজারেও প্রস্তুতি সাড়া। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শনিবার কোন ধান কেনা হয় নি। বহরমপুরের কৃষক বাজারের পার্চেস অফিসা প্রভা রায় জানান, তথ্য যাচাই করে নেওয়ার পরেই দু একদিনের মধ্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হবে।
Paddy Purchase স্থায়ী ধান ক্রয় কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতি, কৃষি বিপণন সমিতি, স্বনির্ভর গোষ্ঠীগুলির সঙ্ঘ/মহাসঙ্ঘ, কৃষি উৎপাদক সমিতি/ কোম্পানি ইত্যাদি সংস্থাগুলিও ধান কিনবে। গত বছর ধানের দাম ছিল ২১৮৩ টাকা। এবছর ধানের ন্যুন্যতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২৩০০ টাকা। স্থায়ী ধানক্রয় কেন্দ্রে বা মোবাইল cpc গুলিকে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০ টাকা উৎসাহ মূল্য। অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্য ২৩২০ টাকা। যদিও প্রথম দিন ধান বিক্রি করতে পারলেন না কৃষকরা।
Paddy Purchase কী ভাবে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করবেন এবং ধান বিক্রির দিন ঠিক করবেন?
আপনার নাম কৃষকবন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলে, তবে সহজেই ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। যদি নাম নথিভুক্ত না থাকে তাহলে জমি সংক্রান্ত স্ব ঘোষণাপত্র অনুযায়ী, যা খাদ্য দপ্তরের পোর্টাল দিয়েও রেজিস্ট্রেশনের আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক e KYC । যোগাযোগ করতে হবে নিকটবর্তী ধান ক্রয় কেন্দ্রে। ধাপে ধাপে কিভাবে রেজিস্ট্রেশন বা ধান বিক্রির দিন ঠিক করবেন তা বিশদে জানতে (http:// epaddy.wb.gov.in/) পোর্টাল দেখতে হবে। প্রশ্ন হচ্ছে- কত দ্রুত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন? দায়িত্ব প্রাপ্ত কর্মী জানান, শিডিউল বুক হলেই ধান কেনা শুরু হবে।