কুল ছাপিয়ে উঠল জল! প্লাবিত ফরাক্কার নিশিন্দ্রা কাটান

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বৃষ্টির দাপটে প্লাবিত হল মুর্শিদাবাদের ফরাক্কার নিশিন্দ্রা কাটান। নদীর জল ছাপিয়ে উঠল রাস্তায়। ঝাড়খণ্ডের সঙ্গে ফরাক্কার যোগাযোগের এই রাস্তা। বিচ্ছিন্ন হল যোগাযোগ। রাস্তার দুপাশে সারি দিয়ে দাঁড়িয়ে যানবাহন। জলের তলায় নিশিন্দ্রা কাটানের রাস্তা।

রাস্তার উপর দিয়ে বয়ছে নদীর জল। ফি বছরই বর্ষার পাহাড়ি জলে ভেসে যায় নিশিন্দ্রা কাটানের এই রাস্তা। ঝাড়খণ্ডের ৮০ নম্বর জাতীয় সড়কের সাথে ফারাক্কার ৩৪ নম্বর (বর্তমানে ১২) জাতীয় সড়কের যোগাযোগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তা। প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে এই রাস্তায়।

বর্ষার কারণে, পাহাড়ি নদীর জলস্তর বাড়ায় রবিবার সকাল থেকে দেখা যায় নিশিন্দ্রা কাটানের রাস্তার উপর দিয়েই বয়ছে নদী। রাস্তা দিয়ে গাড়ি পারাপার করতে না পাড়ায় সমস্যায় পরেন গাড়ি চালকেরা। এলাকায় ভিড় করেছেন স্থানীয়রাও। কবে হবে সুরাহা ? বলবে সময়।