এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

একুশে জুলাইয়ের দেওয়াল লিখছে গ্রাম পঞ্চায়েত ! সাগরদিঘীতে তদন্ত চাইল বিরোধীরা Opposition challenges TMC Campaign

Published on: July 3, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ একুশে জুলাই কলকাতায় জমায়েত করবে তৃণমূল কংগ্রেস। সাগরদিঘীতে শহীদ স্মরণে সমাবেশের দেওয়াল লেখা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। সাগরদিঘীর বিভিন্ন দেওয়ালেই একুশে জুলাইয়ের প্রচারে লেখা হচ্ছে” “সৌজন্যে সাগরদিঘী গ্রাম পঞ্চায়েত”। সাগরদিঘী গ্রাম পঞ্চায়েতের প্রধান জিতু দাস বলেন , ” গ্রাম পঞ্চায়েতের তরফে আমরাই এই প্রচার করছি । তাই সৌজন্যে সাগরদিঘী গ্রাম পঞ্চায়েত লেখা হয়েছে” ।
দেওয়াল লেখার ছবি সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা । বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ বলেন, ” গ্রাম পঞ্চায়েতের টাকা দিয়ে তৃণমূলের দলীয় প্রচার হচ্ছে। জনগণের টাকা দিয়ে তৃণমূলের জনসমাবেশের প্রচার চলছে। আমরা এর তদন্ত চাইছি”। প্রতিবাদ জানিয়েছে বামেরাও। সাগদরিঘীর সিপিআই(এম) নেতা আবুল হাসান আজাদ বলেন, “এটা চরম দুর্নীতি। নীতি হীনতার প্রমাণ। মানুষের টাকা তৃণমূলের দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now