এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Online SIR Form Bengali অনলাইনে SIR এনুমারেশন ফর্ম কোথায় ?

Published on: November 4, 2025
Online SIR Form Bengali

Online SIR Form Bengali অনলাইনে SIR এনুমারেশন ফর্ম কোথায় ? অনলাইনে SIR এনুমারেশন ফর্ম আসবে কবে ? এই প্রশ্ন নিয়ে চিন্তায় রাজ্যের ও দেশের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরা। আজই পশ্চিমবঙ্গ এবং দেশের ১২ টি রাজ্যে বাড়িবাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করছেন বুথ স্তরের অফিসারেরা (বিএলও)। নির্বাচন কমিশন জানিয়েছিল, কেউ বাড়িতে না থাকলে অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে। প্রশ্ন উঠছে কবে আসবে অনলাইন এনুমারেশন ফর্ম।

আরও পড়ুনঃ 2002 Voter List ২০০২ সালের মুর্শিদাবাদের ভোটার লিস্ট দেখবেন কীভাবে ?

Online SIR Form Bengali কবে পাওয়া যাবে অনলাইনে ফর্ম ?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে,  অনলাইন প্রক্রিয়াটি খুব দ্রুত শুরু হবে। অনলাইনেও এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। অনলাইনেই সেটা পূরণ করা যাবে। যদিও মঙ্গলবারই অনলাইনে ফর্ম পাওয়া যাচ্ছে না।

এদিন থেকেই বাড়িতে এসআইআর-এর এনুমারেশন ফর্ম নিয়ে যাবেন বিএলওরা। এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর তা সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যাদের নাম ২০০২ এর তালিকায় নেই তাঁদের   প্রয়োজনীয় নথিও পরে দিতে হবে। তবে অনেকের মনে প্রশ্ন—কর্মসূত্রে বাইরে থাকলে বা বাড়িতে না থাকাকালীন বিএলও এলে কী করবেন ?

Online SIR Form Bengali নির্বাচন কমিশন জানিয়েছে, বিএলও যখন বাড়িতে ফর্ম দিতে বা নিতে আসবেন, তখনই নথি দেখাতে হবে—এমন কোনও বাধ্যবাধকতা নেই। প্রথমে এনুমারেশন চলবে। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর নোটিশ দেওয়া হবে। সেই নোটিশ পাওয়ার পর তালিকায় তথ্য প্রমাণের জন্য ১১টি নির্দিষ্ট নথির মধ্যে যেকোনও একটি দেখাতে হবে। অর্থাৎ, ফর্ম জমা দেওয়ার সময় নয়—নথি যাচাই হবে খসড়া তালিকা প্রকাশের পর।

৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম দেওয়া ও সংগ্রহ করা হবে। এই সময়ে বিএলও-রা একাধিকবার বাড়িতে আসবেন। বাইরে থাকা কোনও ভোটার ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সিইও–র ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন।

Online SIR Form Bengali যাদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও লিঙ্ক পাওয়া যাবে না, তাদের ইআরও বা এইআরও শুনানিতে ডাকবেন। সাত দিন সময় দেওয়া হবে। সে সময়ে সব নথি নিয়ে হাজির হতে হবে।খসড়া তালিকা প্রকাশের পর দাবি–আপত্তি জানানোর জন্য মোট ৫৪ দিন সময় থাকবে। সেই ভিত্তিতে শুনানি হবে এবং তালিকা চূড়ান্ত করা হবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now