Online SIR Form বৃহস্পতিবার থেকেই অনলাইনে পাওয়া যাবে এসআইআর-এর ফর্ম। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, যে ভোটাররা বাড়িতে থাকছেন না তাঁদের জন্য অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করার সুযোগ থাকবে। ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে বাড়িবাড়ি এনুমারেশন ফর্ম বিলির কাজ। এই কাজ করছেন বিএলওরা।
৪ নভেম্বরই অনলাইনেও এনুমারেশন ফর্ম পুরণ করা যাবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে সেটি চালু করা যায় নি। তবে ৬ নভেম্বর থেকেই অনলাইনে এসআইআর-এর এনুমারেশন ফর্ম পূরণ করা যাবে।
আরও পড়ুনঃ voter rolls ফোনেই ২০০২ সালের ভোটার লিস্ট পেয়ে যান বাংলায়
Online SIR Form অনলাইনে এসআইআরের এনুমারেশন ফর্ম পাবেন কোথায় ?
পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে। এই পোর্টালটির ঠিকানাঃ https://ceowestbengal.wb.gov.in/ । নির্বাচন কমিশনের অ্যাপ্লিকেশন ECINET এও অনলাইনে এসআইআর -এর এনুমারেশন ফর্ম ফিলাপ করা যাবে।
Online SIR Form কীভাবে অনলাইনে করবেন আবেদন ?
নির্বাচন কিমিশন সূত্রে জানা গিয়েছে, ওই ফর্ম ডাউনলোড করা যাবে। এরপর ফিলাপ করে আবার আপলোড করতে হবে। এই কাজে অত্যন্ত সাবধানে করার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।
বাড়িতে এসআইআর-এর এনুমারেশন ফর্ম নিয়ে যাচ্ছেন বিএলওরা। এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর তা সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। যাদের নাম ২০০২ এর তালিকায় নেই তাঁদের প্রয়োজনীয় নথিও পরে দিতে হবে। তবে অনেকের মনে প্রশ্ন—কর্মসূত্রে বাইরে থাকলে বা বাড়িতে না থাকাকালীন বিএলও এলে কী করবেন ?
নির্বাচন কমিশন জানিয়েছে, বিএলও যখন বাড়িতে ফর্ম দিতে বা নিতে আসবেন, তখনই নথি দেখাতে হবে—এমন কোনও বাধ্যবাধকতা নেই। প্রথমে এনুমারেশন চলবে। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর নোটিশ দেওয়া হবে। সেই নোটিশ পাওয়ার পর তালিকায় তথ্য প্রমাণের জন্য ১১টি নির্দিষ্ট নথির মধ্যে যেকোনও একটি দেখাতে হবে। অর্থাৎ, ফর্ম জমা দেওয়ার সময় নয়—নথি যাচাই হবে খসড়া তালিকা প্রকাশের পর।
Online SIR Form ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম দেওয়া ও সংগ্রহ করা হবে। এই সময়ে বিএলও-রা একাধিকবার বাড়িতে আসবেন। বাইরে থাকা কোনও ভোটার ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সিইও–র ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন।















