এক যুবকের খোঁজ মিলছে না, জখম ৩৫, উদ্বেগে এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে অমঙ্গলের ঘটনা। মুর্শিদাবাদের Murshidabad রানিনগরে Raninagar নৌকাডুবি। ঘটনায় নিখোঁজ ১। জখম ৩৫ জন। মঙ্গলবার সকালের ঘটনা। এদিন সকালে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নৌকোতে প্রায় ৩০-৩৫ জন কৃষক ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা চরের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অতিরিক্ত যাত্রী থাকার জন্য এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। ঘটনাস্থলে পৌঁছায় রানিনগর থানার পুলিশ। সুজন সেখ নামের এক যুবক নিখোঁজ। তাঁর খোঁজ করছেন স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে খোঁজ চলছে।
Raninagar Boat Collapse স্থানীয় ও পুলিস সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চর সরণদাজপুর কারগিল ঘাট থেকে অন্য পারে যাওয়ার সময় একটি নৌকো উল্টে যায়। প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছেন। ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভিড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুজন সেখের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে আছেন। প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
Raninagar Boat Collapse নৌকোর যাত্রী জুয়েল সেখ বলেন, আমরা তিন ভাই মাঠে যাচ্ছিলাম। নৌকা নড়তে শুরু করে। নৌকাতে জল ভর্তি হয়ে যায়। জল তুলে ফেলতে-ফেলতে ডুবে যায়। দুভাই ডাঙ্গায় উঠেছি। এক ভাইয়ের খোঁজ নেই। নৌকোয় ৪০ জন যাত্রী ছিলেন।