নিজস্ব সংবাদদাতা, লালগোলাঃ লালগোলার কৃষ্ণপুর থেকে হাফকেজির বেশি হেরোইন সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কৃষ্ণপুর এলাকায় একটি আম বাগানে হানা দেয় পুলিশ। সেখানে হেরোইন সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয় পিয়ারুল ইসলামকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৫৫০ গ্রাম হেরোইন। ধৃত পিয়ারুল ইসলাম লালগোলার খলিফাবাদ এলাকার বাসিন্দা। ধৃতকে ৫ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুরে জেলা আদালতে পাঠায় পুলিশ। পুলিশের অনুমান, একা পিয়ারুল নয়, এই চক্রের সঙ্গে কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।