মুর্শিদাবাদের শিশুর দেহে ওমিক্রন, কনটেনমেন্ট জোন ফারাক্কার বেনিয়াগ্রামে , শিশু রয়েছে মালদায় Omicron Murshidabad

Published By: Madhyabanga News | Published On:

মুর্শিদাবাদের Murshidabad  সাত বছরের এক শিশুর দেহে ওমিক্রনের Omicron Positive  হদিস  মিলল। আবু ধাবি Abu Dhabi  থেকে  থেকে  হায়দ্রাবাদ Hyderabad airport  হয়ে কলকাতা Kolkata airport  আসে ওই শিশু ও শিশুর পরিবার। করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক প্রশাসন।

বুধবার  মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক CMOH Murshidabad  চিকিৎসক সন্দীপ সান্যাল Dr Sadip Sanyal  জানান , ‘‘আবু ধাবি থেকে বিমানে করে হায়দ্রাবাদে  আসে সাত বছরের ওই  বালক। ১০ তারিখ গভীর রাতে দেশে আসে ঐ শিশু।  তারপর কলকাতা বিমানবন্দরে নেমে সড়ক পথে নিজেদের গাড়িতেই বাড়ি ফেরে। এখনও পর্যন্ত জানা গিয়েছে,  বর্তমানে আক্রান্ত শিশু  মালদহ জেলায় কালিয়াচকে  আত্মীয়ের বাড়িতে রয়েছে । শিশু ও পরিবারের খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর”।

ওই শিশুর বাড়ি ফারাক্কায় বেনিয়াগ্রামে Beniyagram Farakka । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সতর্কতা হিসেবে  মুর্শিদাবাদের বেনিয়াগ্রামে শিশুর বাড়ির  এলাকাকে মাইক্রো কন্টেনমেন্ট জোন micro containment zone ঘোষণা করা হয়েছে । ঘটনাস্থলে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক BMOH । তিনি বলেন, কালিয়াচকেই রয়েছে শিশুটি। স্বাস্থ্য দপ্তরের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

করোনা ভাইরাসের নতুন এই ভ্যারিয়েন্ট  নিয়ে উৎকণ্ঠা রয়েছে। আক্রান্তের এক আত্মীয় আশা AASHA  কর্মী। তিনি জানান, ওই শিশু  কালিয়াচকেই Kaliyachak  রয়েছে।   ফরাক্কায় আসেনি শিশু ও তাঁর বাবা, মা। তবে সতর্ক রয়েছে প্রশাসন।