এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Kandi Migrant Oman: এখনও ওমানে আটকে শ্রমিকরা, দিতে হবে ১ লাখ?

Published on: October 28, 2025
Kandi Migrant Oman

অসহায় অবস্থা ভিডিও করলেন চার আদিবাসী পরিযায়ী পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদনঃ ওমানে (Oman) এখনও আটকেই রয়েছেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ১১ জন পরিযায়ী শ্রমিক(Migrant Labour)। আগামীকাল সেখানকার আদালতে বিষয়টি ওঠার কথা। ওই শ্রমিকদের পরিবারগুলি অসহায় হয়ে তাকিয়ে রয়েছেন সেই দিকে। পরিবারগুলি থেকে জানা গিয়েছে, তাঁরা এখনও শ্রমিকদের বাড়ি ফেরার বিষয়ে কোনও নিশ্চয়তা পাননি। গত ২৩ আগস্ট থেকে ওমানে আটকে রয়েছেন ওই শ্রমিকেরা। আগামীকাল একজন শ্রমিকের বিষয়টি সেখানকার নিম্ন আদালতে ওঠার কথা। বাকি ১০ জনের বিষয়টি আগামী ৫ নভেম্বর আদালতে উঠবে।
Kandi Migrant Oman এদিকে ১১ জনের মধ্যে আদিবাসী সম্প্রদায়ের ৪ জনের পরিবারের সদস্যদের নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আদিবাসী ভাষাতে তাঁরা সেই ভিডিও করেছেন। তা এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির মতিউর রহমান। ওই শ্রমিকদের ফেরাতে তিনি উদ্যোগ নেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ওমানে কোম্পানির দাবি, প্রত্যেককে শ্রমিকের জন্যে ১ লাখ ১৪ হাজার টাকা খরচ করা হয়েছে। যা তাঁদের দেওয়া উচিত। তাঁরা বাড়ি ফিরতে পারবেন না? পরিবারগুলি গরীব। তিনি এটি রাষ্ট্রপতির দফতরকে ট্যাগ করেছেন। এছাড়া ৪ টি পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁদেরকে ৫ কেজি চাল ছাড়া কোনও সাহায্য দেওয়া হয়নি। তাঁরা খুব কষ্টে দিন কাটাচ্ছেন।

Kandi Migrant Oman এদিকে, একের পর এক দেশে পরিযায়ী শ্রমিক হেনস্তা লেগেই রয়েছে। মতিউর আরও জানিয়েছেন, গতকাল সোমবার বাড়ি ফিরেছেন পাঁচথুপীর নওসাদ সেখ। তিনিও তিনি সৌদি আরবে হেনস্তার মুখে পরেছিলেন। কান্দির বাতিডাঙা গ্রামের একজন নিখোঁজ। পরে জানতে পেরেছি সৌদিতে পুলিস হেফাজতে রয়েছেন। তথ্য পাওয়া যাচ্ছে না বিশদে। এছাড়া উত্তর ২৪ পরগনার গুমার একজনের সমস্যার বিষয় আমাদের কাছে এসেছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now