পুজোর আগেই সমাধান – Oily Sikn -এর অব্যর্থ দাওয়াই – Home Remedies & Natural Ingredients For Oily Skin

Published By: Madhyabanga News | Published On:

“আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এল কাছে।” – কবিগুরুর এই কবিতা বারে বারে মনে পড়ে কারণ, সত্যিই দুর্গা পুজোর হাতে গোণা  আর কয়েকটা দিন। এই সময় ত্বকের যত্ন কীভাবে নেবেন ?  এবার পুজোয় ঘরে বসেই চকচকে ত্বক পাওয়ার টিপস এনে দিচ্ছি আমরা । আজকের টিপস তৈলাক্ত ত্বকের জন্য।

তেল চিটচিটে ত্বকে ধুলোবালি জমে ব্রণ, ফুসকুড়ির সমস্যা বহুগুণ বাড়িয়ে দেয়। এ ছাড়াও তৈলাক্ত ত্বকে কালচে ছোপ পড়ে যাওয়া খুব সাধারণ সমস্যা।
প্রতিদিন স্নানের আগে ১৫ মিনিট মুখে, গলায়, হাতে লাগিয়ে রাখুন ফেস প্যাক। আপনার রান্না ঘরে এই লুকিয়ে আছে তার উপকরণ।

তৈলাক্ত ত্বকের জন্য – (oily skin)
উপকরণ:
১টি টমেটো, ২ চামচ বেসন, ২ চামচ পাতি লেবুর রস।
পদ্ধতি ও ব্যবহারবিধি:
প্রথমে টমেটো ভাল করে চটকে নিন। এর পর এর সঙ্গে ২ চামচ বেসন আর পাতি লেবুর রস ভাল করে মিশিয়ে ঘন পেস্টের মতো তৈরি করুন। এই পেস্ট হাতে, মুখে ও গলার ত্বকে মেখে নিন।

মিনিট পনেরো পর জল দিয়ে ধুয়ে একটি নরম তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে নিন।

পুজোর আগে প্রতিদিন এই প্যাক ব্যবহার করতে পারলে খুব ভাল ফলাফল পাওয়া যাবে। সম্ভব হলে পুজোর দিন গুলোতেও স্নান এর আগে অল্প সময়ের জন্য এই প্যাক ব্যবহার করলে, ত্বকের জেল্লা আর ও বাড়বে।