এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

NTPC Farakka বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ বাঁচানোর জয়গান এনটিপিসি ফরাক্কার

Published on: June 5, 2025
NTPC Farakka

NTPC Farakka একটি গাছ, একটি প্রাণ। গাছ বাঁচাতেই সবুজের অভিযান বিশ্ব পরিবেশ দিবসে World Environment Day 2025  । বৃহস্পতিবার সবুজের জয়গান শোনা গেল এনটিপিসি NTPC ফরাক্কায় । ২০২৫ সালে পরিবেশ দিবসের থিম Theme  প্লাস্টিক দুষণের অবসান, World Environment Day 2025: #BeatPlasticPollution। এই দুই বার্তা নিয়েই ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবসে এনটিপিসি ফরাক্কা  ফিল্ড হোস্টেল চত্বরে হল বৃক্ষের জয়গান। হল র‍্যালি, নুক্কড নাটক, বৃক্ষরোপণ। এনটিপিসি আধিকারিকদের সঙ্গে র‍্যালিতে পা মেলাল গার্ল এমপাওয়ারমেন্ট মিশনের Girl Empowerment Mission ( GEM) ছাত্রীরাও।

NTPC Farakka   বিশেষ এই কর্মসূচিতে  উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার HOP অজয় সিংহাল, উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার জিএম ও অ্যান্ড এম সঞ্জয় শ্রীবাস্তব, জিএম বিই অ্যান্ড ইএমজি সতীশ এস।প্ল্যাকার্ড হাতে, স্লোগান দিয়ে সবুজায়নের লক্ষ্যে হল বৃক্ষরোপণ কর্মসূচী। প্রকৃতি বাঁচাতে সচেতন হওয়া কতটা জরুরি- নাটকের মাধ্যমেও দেওয়া হল সমাজ সচেতনতার পাঠ।


NTPC Farakka   বৃক্ষরোপণের সাথেই পরিবেশ রক্ষায় সমাজ সচেতনতার ক্ষেত্রে নানান দিক তুলে ধরা হয় এদিন। যেমন  প্লাস্টিক দূষণ। প্লাস্টিক দূষণ মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানানো হয় এদিন । NTPC Farakka HOP অজয় সিংহাল জানান,  এনটিপিসি-র গোল বা লক্ষ্য হল,  যতটা জল আমরা ব্যবহার করি , প্রকৃতির যে শক্তির উৎসগুলো আছে, ততটাই আমরা যেন প্রকৃতিকে আবার ফেরত দিই। প্রকৃতিকে রক্ষা না করলে জীবন বাঁচানো অসম্ভব। আজকের দিনে বার্তা, জল সংরক্ষন করা, প্লাস্টিক ব্যবহার বর্জন, আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now