NTPC Farakka রবিবার সকালে নাটক, গানে স্বচ্ছতা অভিযানে জমজমাট নিউ ফরাক্কা স্টেশন New Farakka Junction চত্বর। এনটিপিসি ফরাক্কার সিএসআর’এর Corporate Social Responsibility অংশ হিসেবে এদিন স্বচ্ছতা অভিযান হয় স্টেশনে। পথ নাটক, সাফাই অভিযানের পাশাপাশি এদিন ফরাক্কার স্টেশন ম্যানেজারের হাতে পাঁচ টি ডাস্টবিন তুলে দেওয়া হয় এনটিপিসির পক্ষ থেকে।

এদিন উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার জিএম অপারেশন অ্যান্ড মেনটেনেন্স সঞ্জয় শ্রীবাস্তব, জিএম বিই সতীশ এস , হেড অফ এইচআর অলোক কুমার রণবীর সহ এনটিপিসি ফরাক্কার উচ্চপদস্থ আধিকারিকরা। কর্মসূচীতে অংশ নিয়েছিলেন এনটিপিসি ফরাক্কার ডিজিএম-এইচআর দেবলীনা দাস, ডেপুটি ম্যানেজার এইচআর নিহাল কুমার সিং, সিএসআর এক্সিকিউটিভ চুমকি দাস। স্কুলের ছাত্রছাত্রী, আশাকর্মী থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধরা এদিন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ইমাজিন সংস্থার সঙ্গে এই কর্মসূচী রূপায়ণ করেছে এনটিপিসি ফরাক্কা।
NTPC Farakka নাটকে তুলে ধরা হয়েছে স্বচ্ছতার বার্তা। এলাকার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্লাস্টিক দুষণ নিয়েও সচেতন করা হয় স্থানীয়দের। এদিনের কর্মসূচীতে অংশ নিয়েছিলেন বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চমী দাস। তিনি গ্রামের ভিডাব্লুএসসি Village Water and Sanitation Committee (VWSC) কমিটির সেক্রেটারিও। তিনি বলেছেন, “এই অনুষ্ঠানে অংশ নিয়ে অনেককিছু শিখলাম। আমাদের পঞ্চায়েতেও আমরা এই বিষয়ে আলোচনা করবো। গ্রামকেও স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলতে হবে”।
NTPC Farakka স্বচ্ছতা অভিযানে অংশ নিয়ে খুশি স্কুলের পড়ুয়ারাও। স্কুলছাত্রী সংঘমিত্রার কথায়, ” নাটকের মাধ্যমেও খুব দামী কথা তুলে ধরা যায় এটা দেখলাম। আমরা বন্ধুদের গিয়ে এই বার্তা দেবো যে, স্কুলেও যেখানে সেখানে চিপসের প্যাকেট, প্লাস্টিক, আবর্জনা ফেলা যাবে না”।

NTPC Farakka এনটিপিসি ফরাক্কার জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম) সঞ্জয় শ্রীবাস্তব বলেন, “এনটিপিসি ফারাক্কা প্রতিবছর তার CSR কার্যক্রমের আওতায় বহু কর্মসূচি পালন করে থাকে। আজকের স্বচ্ছতা অভিযান তারই একটি অংশ। মানুষ প্রায়ই সরকারকে দোষারোপ করে, কিন্তু দায়িত্ববোধ ছাড়া কর্তব্যের কোনও মূল্য থাকে না। আমাদের দেশকে পরিচ্ছন্ন ও সুরক্ষিত রাখতে হলে আগে নিজের চারপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। ডাস্টবিন সঠিকভাবে ব্যবহার করা দরকার ”।

NTPC Farakka এদিন কর্মসূচীতে অংশ নিয়ে এনটিপিসি ফরাক্কার জিএম- বিই ও ইএমজি সতীশ এস বলেছেন, “আমরা স্টেশন, বাসস্ট্যান্ডকে যতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ততো মানুষ আকৃষ্ট হবে। মহাত্মা গান্ধীও পরিচ্ছন্ন দেশ চেয়েছিলেন। আমাদের সবাইকে স্বচ্ছ দেশ গড়ার পথে এগতে হবে। সরকারও ক্লিন গঙ্গা মিশন, স্বচ্ছ ভারত মিশনের মতো কর্মসূচী নিচ্ছে। আমাদেরও নাগরিক হিসেবে এই অভিযানে শামিল হতে হবে”।
( ফরাক্কা থেকে শুভরাজ সরকারের রিপোর্ট)