NTPC Farakka মাটির নীচে কয়লা তোলার কাজ চলছিল। সেই সময় ওয়াগান ট্রিপলার এলাকায় আটকে পড়লেন এক শ্রমিক। তাঁর কাছে পৌঁছানোর সিড়িও যদি ভূমিকম্পে ধসে গিয়েছে। কিন্তু কিভাবে উদ্ধার করা যাবে সেই শ্রমিককে ? মকড্রিলে সেই পদ্ধতিই দেখানো হল এনটিপিসি ফরাক্কায়।
আরও পড়ুনঃ NTPC Farakka -র জেম শেষে আত্মবিশ্বাসী মেয়েরা
NTPC Farakka কী হল মক ড্রিলে ?
বৃহস্পতিবার এনটিপিসি ফরাক্কায় বিপর্যয় মোকাবিলার মক ড্রিল হয়। এনটিপিসি প্লান্টের ভিতরেই এই মক ড্রিপ হয়। সেখানে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে এক শ্রমিক ভূগর্ভস্থ CHP( কোল হ্যান্ডলিং প্লান্ট) ওয়াগন ট্রিপলার এলাকার ভেতরে আটকে পড়েছে। ভূমিকম্পের ফলে সেই শ্রমিকের কাছে পৌঁছানোর সিঁড়িও ভেঙে পড়েছে। তাও কীভাবে সেই শ্রমিককে উদ্ধার করা হচ্ছে, সেটাই দেখানো হয় মক ড্রিলে। এনটিপিসি ফরাক্কার হেড অফ প্রোজেক্ট দেবব্রত করের (Debabrata Kar, Head of Project, NTPC Farakka) তত্বাবোধনে এই মক ড্রিল হয়।

NTPC Farakka মক ড্রিলে শামিল কারা ?
নদীয়ার ন্যাশনাল ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (এন ডি আর এফ) এবং মুর্শিদাবাদে স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (SDRF) এর টীমের সঙ্গে মক ড্রিলে শামিল ছিলেন ফরাক্কা থানার পুলিশ কর্মীরাও। ছিলেন এইচআর,আইটি, সেফটি এবং ডিএমপি ইউনিটের সদস্যরা। ফরাক্কা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে কর্মরত সিআইএসএফ বাহিনীর সদস্যরাও মক ড্রিলে শামিল হয়েছিলেন।

এদিন এনটিপিসি ফরাক্কার হেড অফ প্রোজেক্ট দেবব্রত কর এই মক ড্রিলের প্রশংসা করেন। মক ড্রিলে উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার জিএম(ও অয়ান্ড এম) রাজশেখর পালা, জিএম ( অপারেশন) এআর মোহান্তি, ডিডিএমপি ইনচার্জ ধর্মেন্দু মণ্ডল। ছিলেন সিআইএসএফ’এর সিনিয়ার কমাণ্ডার বিজয় কুমার, ডেপুটি কমান্ডার প্রমোদ চন্দ্র। ছিলেন এনটিপিসি ফরাক্কার অন্যান্য আধিকারিকরাও।










