এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

NTPC Farakka ‘মস্তি কি পাঠশালায়’ এনটিপিসি ফরাক্কার GEM স্বপ্ন দেখাচ্ছে মেয়েদের

Published on: June 20, 2025
NTPC Farakka

NTPC Farakka   “তুমি যে অসীম শক্তির অধিকার। আলো ছড়াও, পথ দেখাও। তোমার জয়যাত্রা অক্ষয় হোক।” ঠিক এই ভাবনা নিয়েই খোঁজ স্বপ্নের। খোঁজ আত্মপরিচয়ের। সেই খোঁজে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ , মালদা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার প্রান্তিক পরিবারের মেয়েদের স্বপ্ন দেখার সাহস জোগাল এনটিপিসি ফরাক্কার GEM,  গার্ল এমপাওয়ারমেন্ট মিশন। এখন ছাত্রীরা জানে, জীবনের লক্ষ্য কী । সদ্য হাইস্কুলের গণ্ডিতে পা রাখা মেয়েরা আজ আত্মনির্ভরতার স্বপ্ন দেখছে। বুঝতে চেষ্টা করছে মহিলা সশক্তিকরন আসলে কী?

NTPC Farakka কেউ হতে চায় ডাক্তার, কেউ পাইলট, কেউ ইঞ্জিনিয়ার। দুচোখ ভরা স্বপ্ন। ২২ তারিখ থেকে ২২ জুন । মেয়েরা প্রতিদিনের পড়াশোনার পাশাপাশি শিখল নাচ, গান, আঁকা থেকে মার্শাল আর্ট।  ঠিক যেন ‘মস্তির  পাঠশালা’। যেখানে শিক্ষা মিলেছে আত্মবিশ্বাসেরও। বিভিন্ন স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রশিক্ষনে সামিল। পড়াশোনার সাথেই ডান্স, ইয়োগা থেকে আর্ট এন্ড ক্রাফট, মার্শাল আর্ট শেখার সুযোগ পেয়েছে ওরা । স্বাদ পেয়েছে ডানা মেলে ওড়ার।

NTPC Farakka এনটিপিসি ফরাক্কার সিএসআর -এর অংশ হিসেবে চলে মেয়েদের এই সশক্তিকরণ অভিযান। এনটিপিসি ফরাক্কার রিজিওনাল লার্নিং ইন্সটিটিউটে আবাসিক হিসেবে থেকেই সব শিখেছে ১২০ জন কিশোরী ।২৮ দিনের প্রশিক্ষনের মাঝে আজ ওরা নিজেরাই জানাল নিজেদের মনের কথা।প্রথম প্রথম বাড়ির জন্য মন খারাপ করলেও আজ ওদের মুখেই একগাল হাসি। এই কদিনে নিবিড় এক বন্ধনে জড়িয়েছে প্রত্যেকে। নতুন বন্ধু, মেনটরদের ছেড়ে যেতে তাই ভারাক্রান্ত মন।

NTPC Farakka এই উদ্যোগ সাহস যোগায়, শক্তি যোগায় যেকোন পরিস্থিতিকে মোকাবিলা করার। তাই প্রথম দিনে জেম প্রশিক্ষণে আসা কিশোরীদের সঙ্গে। অনেক ফারায় প্রশিক্ষণ শেষে আত্মবিশবাসী মেয়েদের। জানাচ্ছেন এনটিপিসি ফরাক্কার উদিতা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট সীমা সিংহাল। তিনি বলেন, ‘ মেয়েদের স্বপ্নপূরণে বিভিন্ন রকমের প্রশিক্ষন দেওয়া হয়। ওদের সাহস জোগানো,  শক্তি জোগানো হয়, যাতে ওদের স্বপ্ন পূরণ করতে পারে।’   এনটিপিসি ফরাক্কার হেড অফ এইচ আর অলোক কুমার রণবীর জানিয়েছেন, দেশকে এগিয়ে যেতে গেলে মেয়েদের সশক্তিকরণ প্রয়োজন। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরকে জনসমক্ষে আনতেও ভারত সরকার দুই মহিলা অফিসারকে নির্বাচিত করেন। এটাই বোঝাই যে ভারত এমন দেশ যেখানে মহিলাদের কতটা প্রাধান্য দেওয়া হয়। যেখানে মহিলা সশক্তি আছে সেই দেশ এগিয়ে চলে।

শুক্রবার ফরাক্কায় জেমের মেয়েদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন এনটিপিসির আধিকারিক থেকে সাংবাদিকরা। জেম প্রোগ্রামের সাফল্যের কথা তুলে ধরছেন এনটিপি ফরাক্কার Executive Director Ajay Singhal ও । বলেন, ২৮ দিনের প্রশিক্ষন হয়েছে, বিভিন্ন স্কুলের ছাত্রীদের সুযোগ দেওয়া হয়। সবরকম সুযোগ সুবিধা দেওয়া হয়, পড়াশোনা , খেলাধুলোয় উৎসাহিত করা হয়। যাতে বাচ্চারা আত্মবিশ্বাসী হয়, ছেলেদের সাথে টক্কর দিতে পারে। ‘

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now