এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

NTPC Farakka ফরাক্কায় শুরু GEM । মেয়েদের সাহস দিলেন কারা

Published on: May 28, 2025
NTPC Farakka

NTPC Farakka অঙ্ক, বিজ্ঞান থেকে যোগাসন। আত্মরক্ষার জন্য  ক্যারাটে থেকে নিজেকে প্রকাশ করার জন্য ছবি আঁকা, শিল্পচর্চা। প্রতিদিনের পড়াশোনার পাশাপাশি আত্মবিশ্বাসের পাঠও। প্রায় এক মাস ধরে এনটিপিসি ফরাক্কার ব্যবস্থাপনায় এই সব শিখবে ১২০ জন কিশোরী। এনটিপিসির উদ্যোগে মঙ্গলবার এনটিপিসি ফরাক্কার রিজিওনাল লার্নিং ইন্সটিটিউটে শুরু হল গার্ল এমপাওয়ারমেন্ট মিশন Girl Empowerment Mission (GEM) । যা জেম নামেই পরিচত।

NTPC Farakka মঙ্গলবার সন্ধ্যায় জেম-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার শ Shri Amit Kumar Shaw, IPS , জঙ্গিপুরের এসডিও একাম জে সিং SMT EKAM J.SINGH, IAS, SDO Jangipur, এনটিপিসি ফরাক্কার এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় সিংহাল, উদিতা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট সীমা সিংহাল। উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার  জিএম ও অ্যান্ড এম সঞ্জয় শ্রীবাস্তব, জিএম বিই সতীশ এস, জিএম এফএম সশী চন্দ্র, হেড অফ এইচআর অলোক কুমার রণবীর এবং সিআইএসএফ আধিকারিকরা। সকলেই সাহস যোগালেন মেয়েদের।

এনটিপিসি ফরাক্কার এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় সিংহাল আলোচনা করছেন উদ্বোধনী অনুষ্ঠানে

NTPC Farakka এনটিপিসি-র সিএসআর -এর অংশ হিসেবে  ২৭ তারিখ থেকে শুরু হওয়া মেয়েদের সশক্তিকরণের এই অভিযান চলবে ২২ জুন অবধি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা  ও ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার  ১২০  জন কিশোরী রোজকার পড়াশোনার পাশাপাশি শিখবে ক্যারাটে থেকে কম্পিউটার। বিজ্ঞান থেকে যোগাসন , অঙ্কের মজা থেকে  খুঁটিনাটি থেকে শিল্পকলা। যাতে নিজেদের আকাশে ডানা মেলতে পারে মেয়েরা। জেমের  লক্ষ্য, মেয়েদের ক্ষমতায়ণ  জানালন এনটিপিসি ফরাক্কার এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় সিংহাল । তিনি বলেছেন, “ ২৮ দিন ধরে আবসিক এই শিবির চলবে। মেয়েদের মানসিক, শারীরিক স্বাস্থ্য, স্বচ্ছতা থেকে সুরক্ষা সব বিষয়েই শেখানো হয়। মেয়েদের আত্মনির্ভর করে তুলবে জেম । লিঙ্গসাম্য আনতে এই প্রশিক্ষণ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ”। তিনি আশা প্রকাশ করেছেন, জেমের মেয়েরা সমাজের ভালোর জন্য বদল আনার কাজে নেতৃত্ব দেবে।

NTPC Farakka আরও পড়ুনঃ ফরাক্কা স্টেশন জমজমাট স্বচ্ছতা অভিযানে

NTPC Farakka মেয়েদের হাজারও বাধার সামনে পড়তে হয়। কিন্তু হার মানা যাবে না । চিনতে হবে নিজের গুণাবলী। ভরসা রাখতে হবে নিজেদের উপর, মঙ্গলবার সন্ধ্যায় জেম-এর উদ্বোধনে  বললেন জঙ্গিপুরের এসডিও একাম জে সিং । তিনি  ধন্যবাদ জানিয়েছে  এনটিপিসি-কেও। আইএসএস অফিসার নিজের অভিজ্ঞতা তুলে ধরে  জানিয়েছেন, কীভাবে প্রত্যন্ত গ্রামের মেয়েদের মনে থেকে যায় তাঁরা  এনটিপিসি ফরাক্কায় কী কী শিখেছিল ।

অনুষ্ঠানে বিশিষ্টরা

NTPC Farakka জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার শও  অভিনন্দন জানিয়েছেন এনটিপিসি ফরাক্কাকে । জেমের প্রশিক্ষণের পর মেয়েদের পাশে  দাঁড়াতে হবে পরিবারকেও। তাহলেই আমাদের গর্বিত করবে আমাদের মেয়েরা। বলেছেন  জঙ্গিপুরের  পুলিশ সুপার। তিনি বলেছেন, মেয়েরা পড়লে পরিবারের সামগ্রিক উন্নতি হয়।  অভিভাবকদের বলেছেন, এনটিপিসি ফরাক্কা প্রাথমিকভাবে মেয়েদের সামনে সম্ভাবনার নতুন সুযোগ নিয়ে আসছে। তবে এরপরেও অভিভাবকদের দায়িত্ব নিতে হবে। দেখতে হবে তাঁর যেন বিকাশ হয়।

জেম -এর কন্যারত্নরা

NTPC Farakka পশ্চিমবঙ্গের  মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ডের  সাহেবগঞ্জ- এই তিন জেলাতেও এখনও বাল্য বিবাহ একটি উদ্বেগজনক সমস্যা। পশ্চিমবঙ্গের ২০২১ সালে এনএফএইচএস-এর সার্ভে অনুযায়ী ৪১ শতাংশেরও বেশি মেয়ের ১৮ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়।  এছাড়াও মেয়েদের পুষ্টি, সুরক্ষা নিয়েও উদ্বেগ বাড়ছে। এই জেলার মেয়েদের ক্ষমতায়নে জেমের মতো উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সমাজকর্মীরা। জেমের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে নতুনদের উৎসাহ দিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরাও। প্রায় এক মাস ধরে এনটিপিসি ফরাক্কায় এই গার্ল এমপাওয়ারমেন্ট মিশনে বেড়ে উঠবে অনেক নতুন স্বপ্ন। বাড়বে সক্ষমতা। সামনে রয়েছে অনেক বড় আকাশ।

 

 

 

 

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now