এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

NTPC Farakka -র  জেম শেষে আত্মবিশ্বাসী মেয়েরা

Published on: June 23, 2025
NTPC Farakka GEM Girls

NTPC Farakka বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হল  এনটিপিসি ফরাক্কার জেম ২০২৫  – Girl Empowerment Mission (GEM) 2025 । ২১ জুন সন্ধ্যায় হয় বিদায়ী অনুষ্ঠান। ২২ জুন শেষ হয়েছে এবারের জেম। এনটিপিসি ফরাক্কার সিএসআর -এর অংশ হিসেবে চলে মেয়েদের এই সশক্তিকরণ অভিযান । ২৭ মে সন্ধ্যায় আরেকটি উজ্জ্বল অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল জেম ২০২৫। ২৬ মে থেকে ২২ জুন ২০২৫ অবধি চলেছে এবারের জেম।

পিটিএসের রিজিওনাল ট্রেনিং ইন্সটিটিউটে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় সিংহাল Shri Ajay Singhal, Executive Director, NTPC Farakka, উদিতা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট সীমা সিংহাল  Smt. Seema Singhal, President, Udita Ladies Club। ছিলেন অন্যান্য আধিকারিকরাও ।

প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এনটিপিসি গীত শোনান জেমের মেয়েরা। এরপর দেখানো হয় জেম ২০২৫ নিয়ে নির্মিত শর্ট ফিল্ম। এরপর ছিল খুদেদের পালা। জেমের মেয়েরা কেউ দেখায় যোগাসন, কেউ আবার আবৃত্তি করে । দেখানো হয় জেম থেকে শেখা মার্শাল আর্টের কৌশলও। এই এক মাসের নিজেদের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছে জেমের মেয়েরা।

এদিন এনটিপিসি ফরাক্কার এক্সিকিউটিভ ডিরেক্টর অজয় সিংহাল বলেছেন,  এই ২৮ দিনে আবাসিক প্রশিক্ষণে  মেয়েরা অনেক বেশি পরিণত হয়েছে। জেমের মেয়েদের ট্যালেন্ট, আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন তিনি ।

রবিবার জেমের মেয়েরা বাড়ি ফিরেছে। সঙ্গে নিয়ে ফিরেছে গ্রুপ ছবি, একাধিক উপহার আর স্বপ্ন দেখার সাহস ।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now