NTPC Farakka রবিবার ফারাক্কা ব্লকের বল্লালপুরে রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ৩০ বেডের একটি নতুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এনটিপিসি-র (NTPC) সিএসআর ফান্ডের সহায়তায় গড়ে ওঠা এই হাসপাতাল এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের দিশা দেখাবে বলেই মনে করছে প্রশাসন ও সাধারণ মানুষ। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ ব্লক হাসপাতালের । এতদিন পর্যন্ত চিকিৎসার একমাত্র ভরসা ছিল বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ২০২২ সালে এনটিপিসি-র আর্থিক সহায়তায় হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়। অবশেষে গত ৬ই মে সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালের উদ্বোধন করেন।
NTPC Farakka রবিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান Khalilur Rahaman, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন বিধায়ক মইনুল হক, এনটিপিসির হেড অফ এইচআর অলোক কুমার রণবীর Shri Alok Kumar Ranbir, HOHR (Farakka), ফারাক্কার বিডিও জুনায়েদ আহম্মেদ-সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এই প্রসঙ্গে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন, “এটি শুধু একটি হাসপাতাল নয়, এটি আমাদের এলাকার মানুষের স্বাস্থ্যের নতুন আশ্রয়স্থল।” প্রাক্তন বিধায়ক মইনুল হক জানান, “এলাকার মানুষকেও দায়িত্ব নিতে হবে যাতে এই হাসপাতাল ভালো ভাবে চলে ”
NTPC Farakka যদিও এই হাসপাতাল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নয়, তবুও সাংসদ খলিলুর রহমান আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে সাংসদ তহবিল থেকে হাসপাতালের উন্নয়নে তিনি সাহায্য করবেন।
NTPC Farakka এদিনের অনুষ্ঠানে এনটিপিসি ফারাক্কাকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
তাদের মতে, এই হাসপাতাল চালু হওয়ায় ফারাক্কার স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হল। জানা গিয়েছে, খুব শীঘ্রই এখান থেকে ওপিডি পরিষেবাও মিলবে। স্থানীয় বাসিন্দা মনসুর সেখের কথায়, “এই হাসপাতাল আমাদের বহু বছরের স্বপ্নপূরণ। এখন অন্তত প্রাথমিক চিকিৎসার জন্য দূরে যেতে হবে না।” ফারাক্কার মতো সীমান্তবর্তী এলাকায় স্বাস্থ্য পরিকাঠামোর এমন উন্নয়ন নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ।