NTPC Farakka : সাফল্যের উদযাপনে NTPC র প্রতিষ্ঠা দিবস NTPC Raising Day ফরাক্কায় উদযাপন করা হল শুক্রবার। ভারতের বিদ্যুৎ ক্ষেত্রে প্রতিষ্ঠানের পাঁচ দশকের অবদানকে স্মরণ করে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এনটিপিসি ফরাক্কার প্রশাসনিক ভবন প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিপিসি ফরাক্কার হেড অফ প্রজেক্ট দেবব্রত কর। Shri Debabrata Kar, Head of Project।
আরও পড়ুনঃ NTPC Farakka -র জেম শেষে আত্মবিশ্বাসী মেয়েরা
NTPC Farakka অনুষ্ঠানে NTPC র সাফল্যের কথা
শুক্রবারের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি NTPC Farakka-র ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন এবং কর্মীদের আহ্বান জানান নিষ্ঠা ও নতুন ভাবনায় কাজ চালিয়ে যেতে, যাতে বিদ্যুৎ ক্ষেত্রে NTPC-র নেতৃত্ব আরও শক্তিশালী হয়।

পরে, এনটিপিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গুরদীপ সিংহ কর্পোরেট সেন্টার লাইভ টেলিকাস্টের মাধ্যমে কর্মীদের উদ্দেশে ভাষণ দেন। তিনি তাঁর বক্তব্যে বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্যের গুরুত্বের ওপর জোর দেন এবং NTPC-র পরমাণু, সৌর ও অন্যান্য টেকসই শক্তি উৎসের প্রতি মনোযোগের কথা উল্লেখ করেন।

NTPC Farakka ৫১তম Raising Day-র দিনে NTPC ৮৮ গিগাওয়াটের এর বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জন করেছে। স্বর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে NTPC-র কর্মীরা বিভিন্ন প্রকল্প এলাকায় ৬৩,০০০-র বেশি গাছের চারা রোপণ করেন।

NTPC Farakka উপস্থিত ছিলেন বিশিষ্ট আধিকারিকরা
শুক্রবার এনটিপিসি ফরাক্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদিতা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট সৌম্যা কর ( Smt. Soumya Kar, President, Udita Ladies Club), জিএম অপারেশন অ্যান্ড মেনটেনেন্স রাজশেখর পালা ( Shri Rajasekhar Pala, GM (O&M); জিএম বিঅ্যান্ডইএমজি সতীশ এস Shri Satheesh S, GM (BE & EMG); জিএম মেনটেনেন্স অ্যান্ড এইউডি নীরজ আগরওয়াল Shri Neeraj Agarwal, GM (Maintenance & AUD); জিএম অপারেশন অ্যান্ড এফএম এআর মোহান্তি Shri A.R. Mohanty, GM (Operation & FM) । উপস্থিত ছিলেন অন্যান্য বিভাগীয় প্রধানরাও।














