Nowda tmc Viral audio নওদায় বিধায়ক MLA বনাম ব্লক তৃণমূল সভাপতির দ্বন্দ্বের মাঝেই বিধায়কের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান সেখের। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। কী রয়েছে সেই অডিও ক্লিপে? যা নিজেই প্রকাশ করেন ব্লক সভাপতি হাবিব মাস্টার। অডিও প্রকাশ্যে এনে বিধায়ক সাহিনা মমতাজ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ভাইরাল অডিও ক্লিপে বিধায়কের কণ্ঠস্বর বলেই দাবী করেন ব্লক সভাপতি। মঙ্গলবার ব্লক তৃণমূল সভাপতি অডিও ক্লিপ Viral Audio Clip সাংবাদিকদের সামনে প্রকাশ করেন। জানান, তাঁকে প্রাণে মারতে লোক ভাড়া করছেন বিধায়ক সাহিনা মমতাজ খান। অডিও ক্লিপ প্রসঙ্গে সফিউজ্জামান সেখ বলেন, ” ফোন করে কোন ভাড়াটিয়া বন্ধুকে এই কথা বলছেন বিধায়ক। যারা মাডার সিন্ডিকেটের সাথে যুক্ত, তাদেরই একজনকে সে বলছে।”
Nowda tmc Viral audio ভাইরাল অডিও ক্লিপে কী কথোপকথন চলছে?
শোনা যাচ্ছে, দু জনের কথাবার্তা। বলা হচ্ছে-
” ওঁর পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে, কিছু করতে পারবে না!।
– হ্যা হ্যা শুনছি।
এক কাজ করব ওঁকে মেরে দেব?
না না, এখন শান্ত থাকতে হবে। আমি চাইনা আমার ছেলেরা যেন উত্তেজিত না হয়! শান্তি চাই, উগ্র রাজনীতি করে না।
আপনি তখন বললেন না মেরে দিতে! তখন মেরে দিতাম ভালো করতাম!
এখনকার কথা এখন বলুন! তখনকার কথা বলে কোন লাভ নেই, এখন চুপ থাকতে হবে।”
( ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই হয়নি)
Nowda tmc Viral audio কী বললেন ব্লক তৃণমূল সভাপতি?
Nowda tmc Viral audio ব্লক সভাপতি আরও বলেন, ” অডিও পেয়েছি আমরা। আমাদের বিরুদ্ধে অনেক কিছুই চলে। অডিও আপনাদের সামনে তুলেও ধরলাম। আলাদা করে বিরোধিতা করার নেই। কর্মীরা আছে, সিদ্ধান্ত সবাই নেবে। প্রশাসনকে নিশ্চয়ই জানাব। প্রশাসনের পদক্ষেপ চাইব। এইটুকুই বলার। জেলা সভাপতিকে জানাব, দলকে জানাব।”
Nowda tmc Viral audio এদিন দুপুরেই বহরমপুরে ব্লক সভাপতি ও জনপ্রিনিধিরা জেলা নেতৃত্বের দ্বারস্থ হন, আসেন জেলা কার্যালয়ে। সেখানে হয় বৈঠক।
Nowda tmc Viral audio বিধায়ক কী বললেন?
Nowda tmc Viral audio যদিও ভাইরাল অডিও ক্লিপ নিয়ে নওদার বিধায়ক সাহিনা মমতাজ খান বলেন, “আমি নোংরা রাজনীতি করিনা। কেউ যদি করে থাকে তাহলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সফিউজ্জামান আমার সাথে সেরকম অন্যায় করেনি যে আমি তাঁকে মার্ডার করব! এরকম নোংরা রাজনীতি আমি করি না। আমার নামে এরকম এর আগেও করেছে। এমনকি আমার ভয়েস নকল করেও করেছে। কে কী করছে না করছে আমি জানি না!”