Nowda TMC আগামীকালই পদত্যাগ করছেন নওদার হাবিব মাস্টার ? সঙ্গী কারা ?

Published By: Imagine Desk | Published On:

Nowda TMC  আগামীকাল থেকে নওদার সমস্ত গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি বয়কট করছেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা । রবিবার নওদায়  জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বে সঙ্গে মিটিং করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের Murshidabad Zilla Parishad শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান সেখ । নওদার গুলি চালনা কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে তিনি এদিনের বৈঠকে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন ।

Nowda TMC কী বলছেন তৃণমূল নেতা ?

Nowda TMC  তিনি অভিযোগ করেন,  নওদার পুলিশ জেগে ঘুমোচ্ছে। সর্বাঙ্গ পুরের মতো একটি স্পর্শকাতর জায়গায় সেদিন দুটি কর্মসূচি থাকা সত্ত্বেও কেন পুলিশ উপস্থিত ছিল না সে প্রশ্নও  তুলেছেন শফিউজ্জামান। বৈঠক থেকে নওদার বিধায়কের MLA NOWDA  বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছেন তৃণমূল নেতারা । শফিউজ্জামান ঘোষণা করেন তিনি নিজেও জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। সফিজ্জামান  বলেছেন, “ আজ ১০ টি পঞ্চায়েতের প্রধান, সদস্যরা, পঞ্চায়েত সমতির সভাপতি, কর্মাধ্যক্ষরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সব যায়গা থেকে পদত্যাগ করব”।

Nowda TMC  ব্লক সভাপতির কটাক্ষ, “ আমরা গেলে বলা হচ্ছে সমস্যা হচ্ছে। তাই আমরা সব কাজ থেকে বিরত থাকছি”। বলছেন, “ আমি জেলা সভাপতিকে আমার কথা বলেছি, জানিয়েছি। সোমবার সাড়ে দশটার মধ্যে আমার পদত্যাগ পত্র যথাস্থানে পৌঁছে দেবো ”। নওদার বিধায়ক সাহিনা মমতাজ খানকেও নিশানা করেছেন তিনি।