Nowda TMC তালাবন্ধ ঘর! এলেন না পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান, উপ প্রধানরা। নওদার সমস্ত গ্রাম পঞ্চায়েত ,পঞ্চায়েত সমিতি বয়কট করলেন তৃণমূলের নির্বাচিত সদস্যরা। সপ্তাহের প্রথম দিনেই পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির অফিস কার্যত জনমানব শুন্য। প্রয়োজনীয় কাজে এসে ফিরলেন আম জনতা। স্থানীয় বাসিন্দা আইনুদ্দিন সেখ বলেন, ” সার্টিফিকেট নিতে এসেছিলাম, কিন্তু প্রধানের ঘরে তালাবন্ধ! প্রধান, উপপ্রধান কেউ আসেন নি”।
Nowda TMC ঠিক কী হল সোমবার?
Nowda TMC দিন কয়েক ধরেই নওদা নিয়ে বিধায়ক বনাম ব্লক সভাপতির তরজা তুঙ্গে ওঠায় সরগরম এলাকা। নওদা ব্লক অফিসে সরকারী কর্মীকে মারধরের অভিযোগে নওদা পঞ্চায়তে সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তমাল সেখকে গ্রেপ্তারের পরেই ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রতিবাদে গনইস্তফার সিদ্ধান্ত নেন সকলেই। সোমবার সেই মতো জনপ্রতিনিধিরা দ্বারস্থ হন ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান সেখের। লিখিত ভাবে ইস্তফাপত্র জমা দেওয়া হয় তাঁর কাছে। সমস্ত জনপ্রতিনিধিরাই গনইস্তফার পথে হাঁটলেন।
Nowda TMC জনপ্রতিনিধিরা কী বললেন?
Nowda TMC নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহিদুল ইসলাম মণ্ডল বলেন, ” ইস্তফা দেওয়ার জন্য কাগজপত্র রেডি। আমাদের নেতা, ব্লক সভাপতির কাছে জমা দিয়েছি। ব্লক সভাপতি যা সিদ্ধান্ত নেবেন তাতে নওদার ১০ টা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, প্রধান, উপপ্রধান সবার একমত”।
Nowda TMC নওদা গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ ফিরোজ সেখ বলেন, ” প্রত্যেকটা পঞ্চায়েত ভিত্তিক, পঞ্চায়েত সমিতি এবং যে সমস্ত দলীয় পদ আছে শাখা সংগঠন থেকে শুরু করে সবাই পদত্যাগপত্র রেডি করেছে। আমরা জেলা সভাপতির কাছে যাব, দলীয় অভিভাবক জেলার। তাঁর কাছে বসব। তিনি ব্লক সভাপতিকে ডেকেছেন, আশ্বস্ত করেছেন। আমরা সঙ্গবদ্ধ চেহারা দেখিয়ে সেখানে সমস্ত ফাইল জমা করব। সেখানে কোনরকম ব্যবস্থা না করলে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। ”
Nowda TMC ব্লক সভাপতি কী বললেন?
Nowda TMC গনইস্তফা প্রসঙ্গে প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ। বলেন, ” মানুষের কাজ করার জন্য রাজনীতি করি। প্রশাসনের মনে হয়েছে সেই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়! আমাদের সরে দাঁড়ানোই উচিৎ নিজে থেকে কারণ লোভ, লালসা থেকে আমরা দল করি না। আমি এডিএম, সভাধিপতিকে অ্যাড্রেস করেছি। পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতি বিডিওকে অ্যাড্রেস করবে। যেহেতু দলের অভিভাবক বলেছেন তাঁর সঙ্গে কথা বলার একটা আবেদন রেখেছেন, সেই নিরিখে সকলেই চাইছেন পার্টির কাছে সম্মিলিতভাবে দলের কাছে পদত্যাগপত্র নিয়ে হাজির হব।”
Nowda TMC উল্লেখ্য, রবিবারই নওদায় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বের সঙ্গে মিটিং করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান সেখ। নওদার গুলি চালনা কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
Nowda TMC মুর্শিদাবাদের সাংসদ MP বলেন-
Nowda TMC গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় কার্যত নওদায় কোণঠাসা বিধায়ক সাহিনা মমতাজ খান! ব্লক তৃণমূল সভাপতি হাবিব মাস্টারের পাশে দাঁড়িয়ে পাল্টা নওদার বিধায়কের বিরুদ্ধেই তোপ দাগেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। বলেন, ” রাজ্য নেতৃত্ব যাকে বিধায়ক করেছিল আজকে সেই রাজ্য নেতৃত্ব যাকে এখানে দলের সভাপতি করেছে তার বিরুদ্ধে তাঁর বিষোদ্গার। এটা দুর্ভাগ্যজনক। পরিশ্রম করে হাবিব গত বিধানসভা নির্বাচনটা উঠিয়েছিল। সাহিনা মমতাজকে জেতানোর পরে সে আমাদের চিনতে পারে নি! নিশ্চয়ই আগামী দিনে শুভবুদ্ধির উদয় হবে! ”
Nowda TMC নওদায় গোষ্ঠী কোন্দল ও জন প্রতিনিধিদের গনইস্তফা প্রসঙ্গে সাংসদ বলেন, ” মনের জ্বালা আছে। আমরা চেষ্টা করছি মধ্যস্থতার মাধ্যমে প্রশমিত করার। জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি। যাতে কোনরকম বিশৃঙ্খলা না হয়, দলের ক্ষতি হয় এমন কোন কাজ, কোন পদক্ষেপ না নেয়! আমার পক্ষ থেকে সর্বতভাবে চেষ্টা করছি। ”
Nowda TMC মুখ খোলেন বিধায়ক NOWDA MLA সাহিনা মমতাজ খান-
Nowda TMC বলেন, ” লোকের মুখে শুনছি। ইস্তফা দেবে বলেছে, জানীনা কি করবে! দলটা তৃণমূলই করে, চিন্তাভাবনা কী করেছে সেটা তারাই বলতে পারবে, আমার সঙ্গে আলোচনা করেনি, যোগাযোগ রাখে না।”
আরও পড়ুন- Nowda TMC গনইস্তফার হুঁশিয়ারি! নওদায় বিধায়ক বনাম ব্লক সভাপতির দ্বৈরথ প্রকাশ্যে আসতেই নয়া মোড়!