Nowda News পছন্দ হয়নি খাবার! যা কাণ্ড ঘটল নওদায়

Published By: Imagine Desk | Published On:

Nowda News   খাবার পছন্দ না হওয়ায় মায়ের সঙ্গে মনোমালিন্য, কয়েক ঘণ্টা পরেই আত্মঘাতী ছেলে! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মুর্শিদাবাদেনওদায়। সোমবার বিকেলে নওদার ঝাওবোনা এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। পরিবার সূত্রে জানা গেছে, মৃতের নাম বিক্রম দাস। আত্মীয়রা জানান, সামান্য আলুর তরকারি খাওয়া নিয়ে রাগ হয় ছেলের। খাবার পছন্দ না হওয়ায় পাড়ারই একজনের বাড়িতে চলে যা। সেখানে খাবার খেয়ে বাড়ি ফিরে এসে এই কাণ্ড ঘটায়।  আরও জানা যায়, আলুর তরকারি খেতে না চাওয়ায় মায়ের মুখে মোবাইল ছুড়েও মারে ছেলে। মহিলার মুখের একাংশে কালশিটে দাগ স্পষ্ট।

Nowda News পরিবার সূত্রে জানা যায়, আত্মহত্যার আগে ছবিও শেয়ার করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে।  বিকেলে বাড়ি ফিরে যুবকের মা দেখেন দরজা বন্ধ। ঘরের দরজা ও টালি ভেঙে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় নিথর দেহ।  দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে যায় নওদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।