Nowda News একটি বা দুটি নয় একেবারে পাঁচটি মামলায় অভিযুক্ত। চুরি, ছিনতাই, লুট, সন্ত্রাস থেকে খুন! তালিকায় বাদ নেই কোনটাই। এইরকম দোষে অভিযুক্ত পাঁচ ভাড়াটে দুষ্কৃতি অবশেষে পুলিশের জালে। ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলি সহ তিন দুষ্কৃতি গ্রেফতার মুর্শিদাবাদের নওদায়। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধ ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলেই নওদা থানা সূত্রে জানা গেছে। জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে নওদা থানার অন্তর্গত কোলাইচণ্ডী ঘাট এলাকায় একটি বাইক আটকানো হয়। সেই বাইকে ছিল তিনজন। তাঁদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২টি সেভেন এমএম পিস্তল, ৩টি ওয়ানসাটার পিস্তল ও ১৩ রাউন্ড গুলি।
Nowda News মঙ্গলবার নওদা থানায় সাংবাদিক বৈঠক করে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, ধৃতদের বিরুদ্ধে আগেই একাধিক অপরাধের মামলা রয়েছে। রয়েছে আর্মস অ্যাক্টের কেসও। পুরনো খুনের মামলাতেও গা ঢাকা দিয়েছিল এই তিনজন। ধৃত রবিউল সেখ, আক্তার শেখ ও সামিরুল সেখ নওদা থানার টুঙ্গী এলাকার বাসিন্দা। এই আগ্নেয়াস্ত্র তারা কোথায় পেল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতে চেয়ে বহরমপুর সিজিএম কোর্টে তোলা হয়। একাধিক মামলার তদন্ত হবে। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ধৃতদের গতিবিধি জানার চেষ্টা হবে।