Nowda News অনলাইনে কিনে আসছে না প্রোডাক্ট! যাচ্ছে কোথায়? প্রকাশ্যে এবার এই কাণ্ড

Published By: Imagine Desk | Published On:

Nowda News ই-কমার্স সাইটের মাধ্যমে কেনাকাটা করলেন। কিন্তু তারপর! সময়মতো সেই সামগ্রী ডেলিভারি হল না! আবার কোম্পানির ঘরেও গেল ন।  তাহলে হল টা কী? এখানেই টুইস্ট। আপনার পছন্দ করা সামগ্রী আপনার কাছে না এসে চলে যাচ্ছে থার্ড পার্টির হাতে।  অসাধু চক্রের হাত ধরে সেই প্রোডাক্ট হয়ে যাচ্ছে বিক্রি! এভাবেই দিনের পর দিন ধরে সক্রিয় প্রতারণা চক্র। চাঞ্চল্যকর এই ঘটনা সামনে এল মুর্শিদাবাদের নওদায়। নাকা চেকিং এর সময় নদীয়ার দিক থেকে মুর্শিদাবাদের দিকে আসা একটি ইকো ভ্যানকে আটক করে নওদা থানার পুলিশ।  পুলিশ সুত্রে জানা গেছে, গাড়ি সার্চ করে দেখা যায় গাড়ির মধ্যে প্রচুর প্যাকিং করা সরঞ্জাম। গাড়ি চালক এবং সাথে থাকা আরও একজন ব্যক্তিকে জিজ্ঞাদাবাদ করলে তারা কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। দুজনকেই নওদা থানায় নিয়ে আসা হয়।

Nowda News জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চ্যলকর তথ্য

Nowda News বড় বড় ই-কমার্স সাইটে রিটার্ন পলিসির মাধ্যমে যে সরঞ্জাম ফেরত যায় সেই সমস্ত সরঞ্জাম এরা পুনরায় থার্ড পার্টিকে বিক্রি করে বলে অভিযোগ। অর্থাৎ যে গ্রাহকদের সামগ্রী ডেলিভারি পাওয়ার কথা তারা ডেলিভারি তো পানই না, আবার কোম্পানির ঘরেও ফেরত যাচ্ছে না। নিকটবর্তি ওয়্যারহাউসকে কাজে লাগিয়ে বাইরে বিক্রি করে দিচ্ছে অসাধু চক্র।  সোমবার গভীর রাতে নওদা থানার অন্তর্গত পাটিকাবাড়ি হাইস্কুলের সামনে বিশেষ নাকা চেকিং এ গ্রেফতার করা হয় দুজনকে। প্রায় ৬ লক্ষ্য টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ইলেকট্রিক মোটর থেকে পোর্টেবল হ্যান্ড ড্রিল মেশিন, ওয়াটার পাম্প, ডাইয়িং মেশিন, মার্বেল কাটিং মেশিন, পাম্প সেট, ব্র্যান্ডেড জুতো। এছাড়াও যে গাড়িতে করে মালপত্র নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

Nowda News গ্রেফতার ডোমকলের দুই বাসিন্দা, জড়িত আর কারা?

Nowda News মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন  বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই। তিনি জানান, নদীয়ার দিক থেকে ডোমকলেই জাচ্ছি গাড়িটি। দুজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে চেয়ে কোর্টে পাঠানো হয়েছে। ধৃত দুজনের মধ্যে একজনের নাম রসিদুল বিশ্বাস, সলমন মণ্ডল। দুজনেই ডোমকলের মুরালিপুর বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা। এরা এর আগেও ক্রাইম করেছে। প্রথমবার শনাক্ত করা গেল। আরও কিছু নাম পাওয়া গেছে। দেখা হবে, আর কারা কারা জড়িত আছে এই কাণ্ডে। জনসাধারণের উদ্দ্যশ্যে বিশেষ বার্তা দিয়ে তিনি বলেন, ” আজকাল অনলাইনে ই-কমার্স সাইটের মাধ্যমে আমরা কেনাকাটি করি। অনেক সময় ক্যাশ অন ডেলিভারি অপশন দিয়ে রাখি কিন্তু দেখা যায় প্রোডাক্ট ডেলিভারি অনেকসময় পাইনা। লেখা থাকে, প্রোডাক্ট ডেলিভারি করা যাচ্ছে না, বাড়ি চিহ্নিত করা যায়নি! বা ফোন নম্বরে ফোন করলে ফোন রিসিভ করে নি! এটা একটা বিরাট চক্র। চেষ্টা চলছে যারা যারা এতে জড়িত তাদের তদন্তের আওতায় নিয়ে এসে গ্রেফতার করা।