Nowda News নওদায় ৩০ ভরি সোনা নিয়ে নাটক !

Published By: CHIRANJIT GHOSH | Published On:

Nowda News নওদায় ৩০ ভরি সোনা নিয়ে নাটক ! মুর্শিদাবাদের নওদায় নকল সোনা নিয়ে প্রতারণার ছক। গ্রেফতার প্রতারক। জানা গিয়েছে ২৯ অক্টোবর নদীয়ার Nadia  কালীনারায়ণপুরের বাসিন্দা প্রহ্লাদ বিশ্বাস প্রায় ৩২ ভরি সোনা ডেলিভারি করতে আসেন নওদায় । অনলাইনে অর্ডার মতো নওদার কিশোরীতলায় হাবিব সেখ ওরফে বান্টি নামের এক ব্যক্তির বাড়ি পৌঁছান তিনি। এরপরেই শুরু হয় আসল নাটক।

আরও পড়ুনঃ Berhampore Case বহরমপুরে ১ কোটির সোনা নিয়ে বধূর নাটক ! পুলিস করল ফাঁস

Nowda News কী নাটক ?

হাবিব সেখ সেই সোনা নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যান। ফিরে এসে দাবি করেন, সোনা নকল। যে সোনা দেখিয়ে হাবিব শেখ এই দাবি করছিলেন, নকল  সেই সোনা আগে থেকেই সাজানো ছিল। লুকিয়ে ফেলা হয়েছিল প্রহ্লাদ বিশ্বাসের নিয়ে আসা সোনা।

Nowda News আসল সোনা কোনটা ?

পুলিশে খবর দেন প্রহ্লাদ বিশ্বাস। নওদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে হাবিব সেখকে। উদ্ধার হয়েছে আসল সোনার গয়না । আগেও এই ধরণের অভিযোগ ছিল ধৃত হাবিব সেখকে । হাবিব শেখকে গ্রেফতার করে পাঠানো হচ্ছে আদালতে। ১০ দিনের পুলিশ হেফাজত চাইবে পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত কিনা জানতে তদন্তে পুলিশ।